নিজস্ব প্রতিবেদক: ২২ মে ২০২৫
ঢাকা: রাজধানীর ভাষানটেক সেনা ক্যাম্পে বিশেষ অভিযানে আটক সন্ত্রাসী হিটলু বাবু (৩২) অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছে।
সূত্র জানায়, গতকাল (বুধবার) আনুমানিক দুপুর ৩টা ৩০ মিনিটে ১০ সিগন্যাল ব্যাটালিয়নের তত্ত্বাবধানে অবস্থানকালে হিটলু বাবু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে ভাষানটেক সেনা ক্যাম্প থেকে মিরপুর-১৪ ডেন্টাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রাত ১১টায় হিটলু বাবুকে মৃত ঘোষণা করেন।
সংশ্লিষ্ট সূত্র মতে, হিটলু বাবু সম্প্রতি একটি বিশেষ অভিযানে আটক হন এবং তাঁর বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। তার মৃত্যুতে ভাষানটেক এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা বাহিনী।