মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২০ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য আটক

প্রতিবেদক
bangladesh ekattor
আগস্ট ২৫, ২০২০ ৪:৩৩ অপরাহ্ণ

বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য আটক।

বাংলাদেশ একাত্তর.কম / উজ্জ্বল বেপারী।

রাজধানীর উত্তর যাত্রাবাড়ী এলাকা থেকে মোবাইল ব্যাংকিং বিকাশ প্রতারক চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র‍্যাব-১০)।

আটকরা হলেন- ইমাম হোসেন পলাশ (২৭) আল আমিন (৩০) ও রেজাউল ইসলাম শান্ত (২৪)।

সোমবার (২৪ আগস্ট) রাতে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) এডিশনাল ডিআইজি মোঃ কাইমুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিনগত রাতে রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে র‌্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন, একটি পাসপোর্ট ও একটি মোটর ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামিরা সংঘবদ্ধ মোবাইল ব্যাংকিং বিকাশ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। আসামিরা পরস্পরের যোগসাজে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানের মানুষকে বিকাশের মাধ্যমে প্রতারণা করে আসছে। বিকাশের কাস্টমার কেয়ার প্রতিনিধি সেজে তারা সাধারণ মানুষকে ধোকা দিয়ে অর্থ হাতিয়ে নিয়ে আসছিলো। আসামিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলেও জানান র‍্যাব-১০ এর এই কর্মকর্তা।

সর্বশেষ - সর্বশেষ সংবাদ