রাজু আহমেদ: ২ এপ্রিল ২০২৫
ঢাকা: বনশ্রী এলাকার ৩ নম্বর রোডের ফরাজী এভিনিউতে সম্প্রতি ঘটে যাওয়া একটি ইভটিজিংয়ের ঘটনায় অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় এক মহিলা তার ভাইয়ের সাথে বের হওয়ার সময় বাচাল যুবকদের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন। বখাটে দলের একজন নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে হুমকি দেয়, আমি সাংবাদিক পুলিশ ডাক, আমার কিছুই হবেনা, জাতী জানতে চায় ওই কথিত সাংবাদিকের পরিচয়, সে কি নারীদের অসম্মান করতে সাংবাদিক পদবি গায়ে লাগাইল নাকি?
ঘটনার বিস্তারিত তুলে ভুক্তভোগী নারী তার ফেসবুক প্রোফাইলে ইভটিজিং কারীদের ছবি সহ পোস্ট করলে মুহুর্তে ভাইরাল হয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই মহিলা যখন তার বাসার সামনে ছিলেন, তখন একদল যুবক তাকে উদ্দেশ্য করে টিজিং শুরু করে। মহিলার ভাই প্রতিবাদ করতে গেলে উক্ত যুবকদের আক্রমণের শিকার হন। মহিলার অভিযোগ, এ ঘটনার সময় দুই যুবক তাকে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং তার শারীরিক অশ্লীল আচরণ করে।
সেখানে উপস্থিত স্থানীয় লোকজন, তাদের প্রতিবাদ জানাতে গেলে যুবকেরা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। এ ঘটনায় মহিলা এবং তার ভাই মারাত্মকভাবে আহত হন। মহিলার অভিযোগ, যুবকেরা বলেছিল, “আমরা যা খুশি তাই করবো, কেউ আমাদের কিছুই করতে পারবে না।”
মহিলা বলেন, “আমি আর আমার ভাই নিরাপদ নয়। আমি কি আমার বাসার সামনেই নিরাপদ নই?” এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই প্রশাসনের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এ ঘটনার বিষয়ে সমাজের বিভিন্ন মহল থেকেও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি উঠেছে। আইন প্রয়োগকারী সংস্থার প্রতিও মানুষের বিশ্বাসের কমতি দেখা দিয়েছে।
স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ বিভিন্ন সংগঠন এ বিষয়ে সভা আয়োজন করতে যাচ্ছে এবং প্রশাসনের দায়বদ্ধতা বাড়ানোর ওপর জোর দিতে চাইছে।
এমন পরিস্থিতিতে, স্থানীয় প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে স্থানীয় জনগণ।
ঘটনার বিস্তারিত তুলে ভুক্তভোগী নারী তার ফেসবুক প্রোফাইলে ইভটিজিং কারীদের ছবি সহ পোস্ট করলে মুহুর্তে ভাইরাল হয়ে পড়ে।