শুক্রবার , ১৫ এপ্রিল ২০২২ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বিনোদন
  10. বিশেষ সংবাদ
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

পাপিয়ার চেয়েও ভয়ংকর বহুরূপী সাথী আক্তার

প্রতিবেদক
bangladesh ekattor
এপ্রিল ১৫, ২০২২ ১০:১১ অপরাহ্ণ

বাংলাদেশ একাত্তর.কম/নিজেস্ব প্রতিবেদক;

সমালোচিত বহিস্কৃত যুব মহিলা লীগের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়ার চেয়েও ভয়ংকর আরেক নারী সন্ধান মিলছে। শুধুমাত্র দেহের রুপের ঝলকেই কুপোকাত করেছেন একাধিক পুরুষকে, একের পর এক বদলেছেন স্বামী। গ্রাম বিকাশের মত এক নামসর্বস্ব সেবা মুলুক প্রতিষ্ঠান খুলে হাজার হাজার গরিব অসহায়দের অর্থ হাতিয়ে নিয়ে তাদের করেছে নিঃস্ব। আর এভাবেই বদলেছেন নিজের ভাগ্য। আবার বিয়ে না করেও স্বামী স্ত্রীর মত সংসার পেতেছেন বহু পুরুষের সাথে।,

বলছিলাম ফরিদপুর জেলা, কোতোয়ালি থানা এলাকার আলালপুর গ্রামের মৃত বিল্লাল সরদারের মেয়ে রুপালী আক্তার সাথীর কথা। তিনি একাধিক মামলার পলাতক আসামী। প্রশাসনের নজর এড়িয়ে পালিয়ে আত্মগোপনে রয়েছেন রাজধানীতেই।,

অফিসে বসেই চালাতো সব প্রতারণা কর্মকাণ্ড। ছবি-রুপালি আক্তার সাথী- সংগৃহীত;

প্রতারণার দায়ে র‌্যাবের হাতেও আটক হন এই বহুরুপী সাথী। পরে জামিনে মুক্ত হয়ে পুরোনো সেই মানুষ ঠেকানোর প্রতারণা পেশায় ফিরে সাভার, ফুলবাড়িয়া, কলমা, নবীনগর বাইপাইলসহ বিভিন্ন এলাকার মানুষকে ১২০ টাকায় মাসে ৬ বার শুকনা খাবার দেওয়ার কথা বলে প্রায়ই তিন লাখ মানুষের কাছ থেকে কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হয়েছেন বহুরুপী সাথী আক্তার।,

অভিযোগ আছে, যখন যে সরকার ক্ষমতায় আসেন তখন সেই সরকার প্রধানের ছবির সাথে নিজের ছবি সংযুক্ত করে ফেসবুক প্রোফাইলে ও অফিস রুমে সাটিয়ে এ সব গরিব অসহায়দের কাছ থেকে ফয়দা লুফে নেয় এই সাথী আক্তার।,

বহুরুপী রূপালী আক্তার সাথীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে। এর মধ্যে পল্লবী থানা, কাফরুল, শেরেবাংলা নগর থানা, মিরপুর মডেল থানা, মাদারীপুর কোর্টেও সিআর মামলা রয়েছে। এত প্রতারণা, এতো মামলা নিয়ে সে আজও প্রকাশ্যে বুক ফুকিয়ে চলছে। আর ভুক্তভোগীরা ন্যায় বিচার ও তাদের কষ্টার্জিত টাকা ফেরত পাওয়ার আশায় বিভিন্ন প্রশাসন ও রাজনৈতিক মহলের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন।,

সুত্র বলছে, আগামীকাল রূপালী আক্তার সাথীকে গ্রেফতারের দাবীতে শতশত ভুক্তভোগী নারী ও পুরুষ সাভার মডেল থানার সামনে সকাল ১১ টার দিকে অবস্থান করবেন।,

এক যুবকের পাশে রূপালী আক্তার সাথী-ছবি সংগৃহীত

সাথী আক্তার নিজের কুকর্ম ও প্রতারণা এড়াতে সাধারণ গরিব অসহায়দের কোটি মেরে তার দায় চাপিয়েছেন ডেইরি ফার্ম ব্যবসায়ী হাসান নামের ব্যক্তির কাঁধে।,

এ বিষয়ে হাসান বাংলাদেশ একাত্তর.কম’কে বলেন, যে ভুক্তভোগীরা আমার বাসায় এসেছেন টাকার জন্য তাদের কাউকেই আমি চিনিনা এবং কোনো কালেই তাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়নি। সাথী নামের যে মহিলা আমার বিরুদ্ধে এসব রটিয়েছে তাকে আমার সামনে আসতে বলেন ভুক্তভোগী সবাই সেখানে থাকবে। কোনো ভুক্তভোগী যদি বলে আমাকে চিনে বা তাদের কাছ থেকে
আমি কখনো টাকা নিছি তাহলে সব টাকা আমি পরিশোধ করবো।,

এ বিষয়ে জানতে সাথী আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি বাংলাদেশ একাত্তর.কম কে বলেন, টাকা সব হাসান নিছে তাকে আপনারা ধরেন। ভুক্তভোগী ও হাসানের সাথে বসে সমাধানের কথা বললে রূপালী আক্তার সাথী তিনি বসতে পারবেনা বলে সাফ জানিয়ে দেন।,

হাসানের মা বলেন সাথী খুবই খারাপ প্রকৃতির মেয়ে সে পারেনা এমন কোনো খারাপ কাজ নেই।,

সর্বশেষ - রাজনীতি