বাংলাদেশ একাত্তর|বিনোদন ডেস্ক| ৮ জুন ২০২৫
চিত্রনায়িকা তানিন রহমান সুবহা আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। তিনি ৮ জুন, রোববার, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
চলতি মাসের শুরুর দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আফতাবনগরের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে ফিরে যান সুবহা। পরে সন্ধ্যায় তার অবস্থার আরও অবনতি ঘটলে তাকে বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার উন্নতির সুযোগ না পেয়ে পরবর্তীতে ধানমন্ডির অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে জীবনের রক্ষাকারী লাইফ সাপোর্টেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি ঘটে নাই।
দুই দশকেরও বেশি সময় ধরে তিনি শোবিজে বিচরণ করছিলেন। তার কর্মজীবন শুরু হয়েছিল বিজ্ঞাপনের মাধ্যমে, পরে নাটক ও সিনেমায় লিপ্ত হন। ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় প্রবেশ করেন এবং এরপর বেশ কয়েকটি সফল সিনেমায় অভিনয় করেন। নাটকে কাজ করতে গিয়ে তিনি আরও ব্যস্ত হয়ে পড়েন। অভিনয়ের পাশাপাশি তিনি পার্লারের ব্যবসাও পরিচালনা করতেন।
তানিন রহমান সুবহার মৃত্যু শোবিজ অঙ্গনে এক গভীর শোকের সমাবেশ ঘটিয়েছে।