শুক্রবার , ৭ আগস্ট ২০২০ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

গাজীপুরে প্রেমে বাধা দেওয়ায় দুলাভাই খুন !

প্রতিবেদক
bangladesh ekattor
আগস্ট ৭, ২০২০ ১০:৪৭ অপরাহ্ণ

গাজীপুরে প্রেমে বাধা দেওয়ায় দুলাভাই খুন!

বাংলাদশ একাত্তর.কম। স্টাফ রিপোর্টারঃ তারিখ-০৭/০৮/২০২০ ইং.

গাজীপুর পূর্ব চান্দনা এলাকায় শ্যালিকার প্রেমে বাধা দেওয়ায় প্রেমিকের ছুরির আঘাতে দুলাভাই খুনের ঘটনায় ঘাতক প্রেমিক আসিফ হায়দার ওরফে আলমগীর (২৫) কে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যটিলিয়ন (র‌্যাব-১)।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে রাজধানীর মিরপুর কালশী মোড় এলাকা থেকে আসামিকে আটক করে র‌্যাবের একটি দল।

র‌্যাব-১ এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সাংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর কালশী মোড় এলাকায় অভিযান চালিয়ে আসামিকে আটক করা হয়।

তিনি জানান, আসামি পেশায় একজন পিকআপ চালক। গত আট মাস আগে নিহত রুবেল মিয়ার শ্যালিকার সাথে তার মোবাইল ফোনে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ভিকটিম রুবেল মিয়া আলমগীর’কে তার শ্যালিকার সাথে কোন ধরনের যোগাযোগ/সম্পর্ক রাখতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামির পূর্ব পরিকল্পিত অনুযায়ী গত রোববার (২আগস্ট) রাত অনুমান ১০ টার দিকে আলমগীর তার পথ রোধ করে। এক পর্যায়ে আসামি ধাড়ালো ছুরি দিয়ে রুবেলের শরীরে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম রুবেলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ৪ আগস্ট সকাল সাড়ে ১১ টায় রুবেল মারা যায়।

হত্যাকান্ডের ঘটনায় বুধবার (৫ আগস্ট) নিহতের স্ত্রী মোসাঃ শাফি(২২) বাদী হয়ে গাজীপুর বাসন থানায় আলমগীর(২৫)কে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ - সর্বশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত