মোঃ পারভেজ,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: “সবাই মিলে ভাবো,নতুন কিছু করো,নারী-পুরুষ সমতায়ন নতুন বিশ্ব গড়ো’ এ শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস -২০১৯ পালিত ও নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ই মার্চ) সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও ওসিসি’র উদ্যোগে পৌর শহরে এক বনার্ঢ্য র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে নারী উন্নয়ন মেলা ও নারী সমাবেশে অংশ নেয়।

কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস -২০১৯ উদযাপন।
উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা তাসলিমা আখতারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার, ভাইস চেয়ারম্যান মোঃমোস্তফাকামাল সহ আরো অনেকে। এতে বিভিন্ন এনজিও প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।