সাভার সংবাদাতা | প্রকাশ, ২০ এপ্রিল ২০২৫
সাভারের রাজাশন এলাকা থেকে ইমাম হোসেন ইফতি (২৫) নামের এক যুবককে গুলি সহ গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। শনিবার (২০ এপ্রিল) ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়।
রবিবার দুপুরে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইমাম হোসেন ইফতিকে আটক করা হয়। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।