ডিলার সোনিয়া জামানের বিরুদ্ধে অভিযোগ—সাধারণ মানুষের জন্য বরাদ্দ টিসি পণ্য ট্রাকে ঢেকে রেখে বেশি দামে বিক্রি, বিক্রির সময়সূচিও মানা হয় না; অনিয়ম জানতে চাইলে কর্মকর্তার পাল্টা রাগান্বিত প্রতিক্রিয়া।
নিজস্ব প্রতিবেদক: প্রকাশ, ২৮ অক্টোবর ২০২৫
রূপনগর শিয়ালবাড়ী এলাকায় টিসি পণ্য বিক্রিতে ব্যাপক অনিয়ম ও প্রতারণার অভিযোগ উঠেছে স্থানীয় ডিলার সোনিয়া জামান ও তার সহযোগীদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, নির্ধারিত সময় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সাধারণ মানুষের কাছে বিক্রির কথা থাকলেও দুপুর ২টা বা আড়াইটার মধ্যেই বিক্রি বন্ধ করে দেন তারা। অনেক সময় সকাল থেকেই বিক্রির নামে সময়ক্ষেপণ করে নানা অজুহাতে—টয়লেট, নাস্তা বা লাঞ্চের কথা বলে—পণ্য ট্রাকে ঢেকে রাখেন।
স্থানীয়দের দাবি, এসব টিসি পণ্য পরে ট্রাক থেকে সরাসরি বিভিন্ন দোকানে বেশি দামে বিক্রি করা হয়। ফলে প্রকৃত সুবিধাভোগীরা সরকারি নির্ধারিত দামে পণ্য পায় না।
এই অনিয়মের বিষয়ে কথা বলতে গেলে খাদ্য অধিদপ্তরের উপপরিদর্শক ইসমাইল হোসেন সাংবাদিকদের প্রতি উত্তেজিত হয়ে বলেন, “এখানে কোনো চুরি নাই। সরকারি কর্মকর্তার বক্তব্য নিতে হলে আগে অনুমতি নিতে হয়, অনুমতি ছাড়া বক্তব্য দেওয়া যায় না।”
উল্লেখ্য, একই এলাকায় গত ১৪ অক্টোবর ২০২৫ তারিখে শিয়ালবাড়ীর এক কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় বেশ কয়েকটি দোকান ও গুদামঘর। মাত্র তিন সপ্তাহের ব্যবধানে পুনরায় এমন অনিয়ম ও বিতর্কে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত প্রশাসনিক তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


















