বুধবার , ১৮ জুন ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ত্যাগী নেতাকর্মীদের সর্বোচ্চ মূল্যায়ন করবে বিএনপি: আমিনুল হক

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুন ১৮, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ণ

রাজু আহমেদ: প্রকাশিত-১৮ জুন ২০২৫

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, “দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সর্বোচ্চ মূল্যায়ন করবে বিএনপি। যারা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে নিজেদের দলপ্রেম প্রমাণ করেছেন, তাদের স্থানই হবে দলের অগ্রভাগে।”

বুধবার দুপুরে তুরাগ থানা বিএনপির আয়োজনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তি কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।

আমিনুল হক বলেন, “গত ১৭ বছর যারা রাজপথে ছিলেন, মামলা-হামলা সহ্য করেছেন, জেল-জুলুমের মধ্য দিয়ে দলের প্রতি আনুগত্য দেখিয়েছেন—আমরা তাদেরকেই মূল্যায়ন করবো। এখন অনেকে হঠাৎ করেই বিএনপি সাজতে চাইছেন, তাদের বিষয়ে আমরা সচেতন আছি।”

তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “সদস্য নবায়নের সময় খেয়াল রাখতে হবে—আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যেন বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারে। পতিত আওয়ামী লীগ থেকে কেউ বিএনপির নাম ভাঙিয়ে সুবিধা নিতে এলে তা ঠেকাতে হবে।”

আমিনুল হক আরও বলেন, “বিএনপি অন্যায় করে না, অন্যায়কারীকে প্রশ্রয়ও দেয় না। চাঁদাবাজ ও দখলবাজদের জায়গা বিএনপিতে নেই। তারেক রহমানের স্পষ্ট নির্দেশ—কেউ চাঁদাবাজি করলে তাকে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন।”

তিনি বলেন, “রাজনীতিতে টিকে থাকতে হলে আদর্শের প্রতি আনুগত্য ও পরীক্ষিত ত্যাগের মানসিকতা থাকতে হবে। বিএনপি একটি মানবিক, গণতান্ত্রিক এবং উন্নয়নমুখী বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। আওয়ামী লীগ ১৭ বছর ধরে দেশকে যেভাবে দমন-পীড়ন করেছে, বিএনপি তার উল্টো পথে চলবে।”

সভাপতিত্ব ও অন্যান্য বক্তব্য:
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশীদ খোকা। সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিন, হাজী মো. ইউসুফ, মো. শাহ আলম, আনোয়ারুজ্জামান আনোয়ার, মোতালেব হোসেন রতন, নূরুল হক ভূঁইয়া নূরু, শামীম পারভেজ, সালাম সরকার, হাফিজুর রহমান শুভ্র, এম এস আহমাদ আলী, জাহেদ পারভেজ চৌধুরী, ইব্রাহিম খলিল, তাসলিমা রিতা ও মহিলাদল নেত্রী অ্যাডভোকেট রুনা লায়লা রুনা।

পরে বিকেলে উত্তরা পশ্চিম থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে আবারও বক্তব্য রাখেন আমিনুল হক। এতে সভাপতিত্ব করেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

বেনজীরের ৮৩টি দলিল মুলে সম্পদ ও ৩৩টি ব্যাংক একাউন্ট জব্দ

ভাইরাল অডিও নিয়ে মুখ খুললেন এনসিপি নেত্রী নীলা, তুষারের আচরণে বিব্রত ছিলেন দীর্ঘদিন

পল্লবীতে শারীরিক প্রতিবন্ধী মেয়ে ধর্ষণের শিকার

গাজীপুরে দুই সাংবাদিকের ওপর বর্বর হামলার প্রতিবাদে মিরপুরে ক্ষুব্ধ মানববন্ধন

গৃহকর্মী ধর্ষণের দায়ে চিকিৎসক গ্রেফতার

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নবগঠিত কমিটির শপথ

গোপালগঞ্জে হামলার নেপথ্যে আওয়ামী সন্ত্রাস

দলীয় কোটা, ভাই কোটা, আপা কোটা আর দেখতে চাইনা; ফারুক হাসান

আ. লীগের মিছিল নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর শঙ্কা

বিপুল পরিমাণ মাদকসহ ব্যবসায়ী আটক