রাজু আহমেদ: প্রকাশ, ২২ মে ২০২৫
রাজধানীর কাকরাইল মোড়ে বিএনপির চলমান কর্মসূচিতে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে কঠিন ভাষায় বার্তা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, “ড. ইউনূস একজন সম্মানিত ব্যক্তি, কিন্তু তাঁর চারপাশে কিছু অযোগ্য, কুলাঙ্গার চরিত্রের লোক ঘোরাফেরা করছে। তাদের অপসারণ করে একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য সরকার গঠন করতে হবে—যার অধীনে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন সম্ভব হবে।”
বৃহস্পতিবার (২২ মে) বিকালে রাজধানীর কাকরাইল মোড়ে চলমান কর্মসূচিতে উপস্থিত হয়ে ইশরাক বলেন, “মানুষ আর ধোঁকায় পা দেবে না। আমরা একটা ভুয়া রিট ঠেকিয়ে হাইকোর্টের রায়ে আইনের শাসনের বিজয় নিশ্চিত করেছি। সরকার যদি আবারও সময়ক্ষেপণ করে, তাহলে আগামীকাল সকালেই আমরা আবার রাজপথে নামব।”
তিনি আরও বলেন, “এই আন্দোলন জনগণের দাবি থেকে জন্ম নিয়েছে। সরকার নাগরিক অধিকার দমনে যে ফাঁদ পাততে চেয়েছিল, আমরা তার জবাব দিয়েছি। জনগণকে কষ্ট দেওয়ার জন্য আমরা দুঃখিত, কিন্তু এটা আমাদের পরিকল্পনায় ছিল না। সরকারই পরিস্থিতিকে বাধ্য করেছে এমন রূপরেখায় যেতে।”
ইশরাক হোসেন অভিযোগ করে বলেন, “বর্তমান সরকারের অভ্যন্তরে এমন দুইজন ছাত্র প্রতিনিধি রয়েছে, যারা নির্দিষ্ট একটি নতুন রাজনৈতিক দলের সংগঠক হিসেবে কাজ করছে। তারা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। রায় বা শপথ এ দাবির পরিবর্তে কোনো সমাধান নয়।”
তিনি বলেন, “যুদ্ধ এখনো শেষ হয়নি। প্রতিটি ধাপ পেরিয়ে আমরা এগোচ্ছি চূড়ান্ত লক্ষ্যপানে। এই লড়াইয়ের কৃতিত্ব তৃণমূলের নেতাকর্মীদের, যারা ভয় উপেক্ষা করে রাজপথে থেকেছে।”
শেষে ইশরাক হুঁশিয়ারি দিয়ে বলেন, “সরকারের প্রতিটি পদক্ষেপ আমরা খুঁটিয়ে দেখছি। তারা ধানের শীষের প্রার্থীর প্রতি কী আচরণ করছে, সেটিও আমরা পর্যবেক্ষণ করব। বিভ্রান্তিমূলক প্রচারণা চালিয়ে কেউ ধোঁকা দিতে পারবে না।”