রবিবার , ৪ মে ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

১০০ কেজি গাঁজা ও কাভার্ড পিকআপসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মে ৪, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ

রাজু আহমেদ| প্রকাশ,ঢাকা, ৪ মে ২০২৫

রাজধানীর পল্লবী এলাকা থেকে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ ১০০ কেজি গাঁজা ও একটি কাভার্ড পিকআপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের নাম মোঃ সোহাগ সর্দার (২৮) ও মোঃ তহিদ (২৬)।

শনিবার (৩ মে ২০২৫) রাত ০৯:৪৫ ঘটিকায় পল্লবী থানাধীন কালশী মোড় এলাকায় ডিবি-ওয়ারী বিভাগের বিশেষ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক কারবারি সোহাগ সর্দার ও তাহিদকে ১০০ কেজি গাঁজাসহ আটক করা হয়। তাদের হেফাজত থেকে মাদক পরিবহনের জন্য ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জেলা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছেন।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। স্থানীয় জনসাধারণের মাঝে মাদক বিরোধী অভিযান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই অভিযানকে একটি বড় সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।

মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, রাজধানীসহ বিভিন্ন স্থানে মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের দ্রুত গ্রেফতার করা হবে।

এদিকে, পুলিশের এ ধরনের কঠোর পদক্ষেপে মাদক ব্যবসায়ীদের মধ্যে ভীতির সঞ্চার হওয়ায় সমাজে ইতিবাচক পরিবর্তন আসার আশা করছেন বিশেষজ্ঞরা।

সর্বশেষ - আইন ও আদালত