চার দিনব্যাপী বৈঠকে বাংলাদেশ কড়া ভাষায় তুলবে সীমান্তে হত্যাযজ্ঞ, মাদক চোরাচালান ও অনুপ্রবেশের অভিযোগ
বাংলাদেশ একাত্তর: ডেস্ক প্রকাশ, ২৫ আগস্ট ২০২৫
ঢাকা, ২৫ আগস্ট ২০২৫ : বাংলাদেশের সীমান্তে একের পর এক হত্যা, অনুপ্রবেশ ও মাদক চোরাচালানের মতো অমানবিক কর্মকাণ্ড চালিয়ে আসছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। প্রতিবছর সীমান্তে নিরীহ বাংলাদেশিদের রক্তে লাল হয়ে উঠছে ফসলের মাঠ। এমন প্রেক্ষাপটে ঢাকায় শুরু হচ্ছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের চার দিনব্যাপী ৫৬তম সীমান্ত সম্মেলন।
আজ সোমবার (২৫ আগস্ট) বিকেলে বিএসএফ মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে নয় সদস্যের ভারতীয় প্রতিনিধিদল ঢাকায় এসে পৌঁছায়। তাদের মধ্যে ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও রয়েছেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী অতিথিদের অভ্যর্থনা জানান।
বিজিবি সূত্র জানায়, আগামীকাল সকাল থেকে পিলখানায় শুরু হতে যাওয়া বৈঠকে বাংলাদেশ কড়া ভাষায় সীমান্ত হত্যা বন্ধের দাবি তুলবে। একইসঙ্গে সীমান্তে মাদক ও অস্ত্র চোরাচালান, মানবপাচার, নদীভাঙন ও ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে কড়া জবাব চাইবে।
বাংলাদেশি নাগরিকদের হত্যাযজ্ঞ বন্ধে বহু বছর ধরে বারবার আশ্বাস দিলেও বিএসএফের হাতে রক্তপাত থামেনি। ফলে এবারের বৈঠককে বাংলাদেশি জনগণ সর্বোচ্চ গুরুত্বের চোখে দেখছে। ২৮ আগস্ট চার দিনব্যাপী আলোচনার সমাপ্তি ঘটবে এবং এ সময় যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
জাতীয় স্বার্থ রক্ষায় বিজিবি এবার নতি স্বীকার করবে না, এমন প্রত্যাশা দেশের সীমান্তবর্তী এলাকার মানুষের।