রাজু আহমেদ: প্রকাশিত ১৭ মার্চ ২০২৫
মিরপুর ডিওএইচএস এলাকায় রিকশা চালাতে হলে গায়ে বিশেষ পোশাক পরতে হয়, যার জন্য প্রতিদিন দিতে হয় ৮০ টাকা। তবে এই পোশাক সহজে মেলে না, বিশেষ করে গরিব রিকশাচালকদের জন্য।
ডিকদাইল গ্রামের রিকশাচালক মো. দীন ইসলাম জানান, “আমাদের প্রতিদিন ৮০ টাকা পোশাক ভাড়া ও ১২০ টাকা রিকশার জমা দিতে হয়, মোট ২০০ টাকা। কিন্তু একজন রিকশার মালিকও আমাদের এই পোশাক দেয় না, ৫ হাজার টাকা দিলেও না। অথচ যাদের ২০০-৩০০ রিকশা আছে, তারাই এই পোশাক পায়।”
আরেক চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “সারাদিন হাড়ভাঙা খাটুনি খেটে আমরা টাকাগুলো দেই, আর পরিশোধের (সংস্থার) লোকজন আরামে বসে থাকে। টাকা না দিলে পোশাক পাওয়া যায় না, ফলে এলাকায় রিকশা চালানোও যায় না।”
সরকারি অর্থায়নে তৈরি রাস্তা, বিদ্যুৎ সংযোগ ও সংস্কার কাজ চললেও মিরপুর ডিওএইচএস কেন রিকশাচালকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিচ্ছে, সে বিষয়ে কর্তৃপক্ষ কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি। এ নিয়ে রিকশাচালকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।