নিজস্ব প্রতিবেদক: ৩১ মে, ২০২৫|
ঢাকা মহানগর উত্তর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক দেওয়ান বিপ্লব নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ক্ষোভে ফেটে পড়ে বলেছেন, “বিএনপিতে এত বাঘের বালগুলো আওয়ামী লীগ শাসন আমলে কোথায় ছিল!?”
তিনি লিখেছেন, খালেদা জিয়ার অসুস্থতায় এলাকায় দোয়ার আয়োজন পর্যন্ত হয়নি, অথচ চামচা-চাপাবাজির মাধ্যমে দলে অনুপ্রবেশ করে সংগঠন ধ্বংস করছে কিছু হাইব্রিড সুবিধাবাদী। এদের অনেকেই আওয়ামী লীগ আমলে ছাত্রদের ওপর হামলায় যুক্ত ছিল, এখন বিএনপির নেতা সেজে এলাকায় তান্ডব চালাচ্ছে।
বিপ্লব বিস্ময় প্রকাশ করে লিখেছেন, “অতীতে ছাত্রদের উপর হামলায় সরাসরি যুক্ত ছিল যারা, তারাই এখন বিএনপির নাম ব্যবহার করে এলাকায় দাপট দেখাচ্ছে। পুলিশের ভূমিকাও প্রশ্নবিদ্ধ।”
তিনি অভিযোগ করেন, পল্লবী এলাকায় মাদক, চাঁদাবাজি, দখলবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, জুয়াসহ নানা অপরাধে জড়িতদের বিরুদ্ধে পুলিশের কার্যকর ভূমিকা নেই। যুবলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে থানায় গিয়ে তদবির বানিজ্য করছে—এটা শুনে হতবাক সাধারণ মানুষ। সন্ত্রাস দমনে সেনাবাহিনী ও ডিবি পুলিশের ভুমিকা নজরে সবার।
বিপ্লব বলেন, “এতেই প্রমাণ হয়, আওয়ামী স্বৈরাচারের দোসররা এখনো থানাসহ বিভিন্ন সরকারি দপ্তরে রয়ে গেছে। এতে জনগণের নিরাপত্তা, ন্যায়বিচার ও রাজনীতির বিশ্বাসযোগ্যতা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
(এই ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহলের বক্তব্য জানার চেষ্টা চলছে।)