বাংলাদেশ একাত্তর.কম; রবিবার;১৯ মার্চ-২০২৩ইং;
মো. রুবেল (বয়স ২৮) একটি ছেলে হারিয়ে গেছে। গত শুক্রবার (১০ মার্চ) সকাল ১১টার সময়। মিরপুরের বাসা থেকে বের হয়ে গেলে আর ঘরে ফিরেনি।

নিখোঁজ ছেলে রুবেলের সন্ধান চান; মা হোসনে আরা:
বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করেও তার সন্ধান মিলছেনা। ছেলেটির উচ্চতা ৫ফুট ৫ ইঞ্চি। গায়ের রং শ্যামলা। পড়নে ছিলো ছাই রংয়ের গেঞ্জি ও কমলা চেক লুঙ্গি। তাই নিখোঁজ ছেলে রুবেলের সন্ধান চান মা হোসনে আরা। এবিষয়ে কাফরুল থানায় একটি জিডি করা হয়েছে। ডিজি নম্বর (১৩৬৩) তারিখ ১৮ মার্চ’ ২০২৩ ইং।

নিখোঁজ রুবেল (২৮)
এক মাত্র ছেলে’কে হারিয়ে মা হোসনেরা বেগম পাগল প্রায়ই। দয়া করে কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকলে অবশ্যই এই ঠিকানায় পৌছে দেয়ার জন্য অনুরোধ করা হলো। ১৩ নম্বর হাজী জব্বার বাড়ী, মিরপুর ১৩, ঢাকা। রুবেলের মা হোসনে আরার ফোন নম্বরে ০১৯৬১০৪৪৫৮৬ কল করুন। অথবা কাফরুল থানায় যোগাযোগ করুন।