শুক্রবার , ২ জানুয়ারি ২০২৬ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জানুয়ারি ২, ২০২৬ ১১:৩৪ অপরাহ্ণ

গঠনতন্ত্রের ৭ (গ) ধারা অনুযায়ী
তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান,

স্থায়ী কমিটির আগামী সভায় আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা

বাংলাদেশ একাত্তর:সংবাদ 

ঢাকা: সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে দলটির সর্বোচ্চ পদটি শূন্য হয়েছে। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী এই শূন্য পদে স্বয়ংক্রিয়ভাবে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। যদিও এ বিষয়ে এখনও দলীয়ভাবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমানই বর্তমানে দলের চেয়ারম্যান। তবে দেশব্যাপী শোকাবহ পরিস্থিতি ও দলীয় শোক কর্মসূচির কারণে কৌশলগতভাবে বিষয়টি প্রকাশ্যে ঘোষণা করা হয়নি। তিন দিনের রাষ্ট্রীয় শোক শেষ হলেও বিএনপির পক্ষ থেকে সাত দিনের শোক পালন করা হচ্ছে। এমন পরিস্থিতিতে স্থায়ী কমিটির আগামী সভায় এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

৪১ বছরের নেতৃত্ব ও ক্ষমতার ইতিহাস
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দলটির নেতৃত্বে আসেন খালেদা জিয়া। রাজনীতিতে যুক্ত হওয়ার আড়াই বছরের মধ্যেই তিনি বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। গত মে মাসে তার নেতৃত্বের ৪১ বছর পূর্ণ হয়। এই দীর্ঘ সময়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তিনবার বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। তখন থেকে টানা সাত বছরের বেশি সময় তিনি দলটির সর্বোচ্চ সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন।

গঠনতন্ত্রই চূড়ান্ত সিদ্ধান্ত
বিএনপির গঠনতন্ত্রের ৭ (গ) ধারায় সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব ও ক্ষমতা স্পষ্টভাবে উল্লেখ আছে। উপধারা (২) অনুযায়ী, চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। সেই বিধানেই ২০১৮ সালে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন।

এবার খালেদা জিয়ার মৃত্যুর কারণে গঠনতন্ত্রের ৭ (গ) ধারার উপধারা (৩) কার্যকর হয়েছে। সেখানে বলা হয়েছে, চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান বাকি মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন এবং পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্বে বহাল থাকবেন।”এই বিধান অনুযায়ী তারেক রহমানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণে আলাদা কোনো ঘোষণার প্রয়োজন নেই।

নেতৃত্ব নিয়ে দলের অবস্থান
বিষয়টি নিয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সমকালকে বলেন,
“খালেদা জিয়ার মৃত্যুতে শুধু বিএনপি নয়, পুরো দেশ অভিভাবকহীন হয়ে পড়েছে। তাঁর ছেলে তারেক রহমানও গভীর শোকে আচ্ছন্ন। এমন পরিস্থিতিতে পদ-পদবি নিয়ে আলোচনার সুযোগ নেই। তবে বাস্তবতা হলো—তারেক রহমানই এখন বিএনপির চেয়ারম্যান।”

অন্যদিকে মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বিশ্বাস, তারেক রহমানের নেতৃত্বে দল আরও সংগঠিত হবে। তারা মনে করেন, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলে তিনি বিএনপির ভেতরের দুর্বলতা, অনিয়ম ও ‘ময়লা-আবর্জনা’ দূর করে দলকে নতুন করে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সক্ষম হবেন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

পল্লবীতে বহিষ্কৃত শ্রমিকদল নেতার পদপ্রাপ্তি নিয়ে টাকার প্রভাবের ইঙ্গিত, এলাকায় তোলপাড়

পল্লবীতে বিএনপির ইফতার পার্টিতে যুবককে মারধর

নব্য বিএনপিরাই সন্ত্রাস নৈরাজ্যের সাথে জড়িত: আমিনুল হক

পুরবী সুপার মার্কেট: মিরপুরের ঐতিহ্যবাহী মার্কেট এখন কার নিয়ন্ত্রণে?

পল্লবীতে চাঁদা না দেয়ায় ব্যবসায়ী সহ ৩ জনকে কুপিয়েছে ছাত্রলীগ নেতা ও তার সহযোগিরা

সাউন্ডবাংলা-পল্টনাড্ডা-৭৮-এ বিজয়শ্রদ্ধা

কুষ্টিয়ায় ছিন্নমূল জনগোষ্ঠির মাঝে শীতবস্ত্র বিতরণ

ফু-ওয়াং ফুডসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও তার কন্যাদের বিরুদ্ধে ৭০ কোটি টাকার জালিয়াতির মামলা

নতুন বছরে আসছে ‘জল ছবি’

ডেভিল হান্ট অভিযানে বিশ্বম্ভরপুরে এক ব্যক্তি গ্রেপ্তার