শনিবার , ২২ মার্চ ২০২৫ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জনগণের জিম্মায় রাজনীতি: রিজভী

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মার্চ ২২, ২০২৫ ৫:০০ পূর্বাহ্ণ

রাজু আহমেদ, প্রকাশিত, ২১ মার্চ ২০২৫

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, যদি জনগণ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ প্রদান করে, তবে তাদের সম্পর্কে কিছু বলা যাবে না। তিনি বলেন, “যে ব্যক্তি আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন যদি অপরাধমুক্ত হন এবং জনগণের প্রতি কর্তব্য পালন করেন, তাহলে সেই আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার রয়েছে।”

আজ শুক্রবার রাজধানীর উত্তরার দক্ষিণখানে হাজী শুকুর আলী মাদ্রাসা সংলগ্ন মাঠে দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগ কখন রাজনীতি করতে পারবে, সেই প্রশ্নের পাশাপাশি গণহত্যার বিচার হবে কি তা নিয়েও আলোচনা হওয়া উচিত।”

রিজভী প্রশ্ন তুললেন, “যারা গণহত্যা চালিয়েছে, তাদের কি বিচার হবে? এ বিষয়ে কি জনগণের দৃষ্টি নেই?” তিনি আরও বলেন, যারা টাকা পাচার করেছেন এবং নিরীহ শিশু-কিশোরদের হত্যা করেছেন, তাদের বিচার করে জনগণের সামনে আসতে হবে।

আওয়ামী লীগকে নিয়ে মন্তব্য করতে গিয়ে রিজভী বলেন, তারা জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে এবং সেই গোলযোগ যেন পুনরায় না হয়, সেজন্য গণতন্ত্রে সবার রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, “ন্যায়সঙ্গত বিচার হলে সমাজে আর ফ্যাসিবাদের জন্ম হবে না; তখন জনগণই নির্ধারণ করবে কে রাজনীতি করবে।”

রিজভী অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে, এবং গণমাধ্যম কেবল নেতিবাচক খবর প্রচার করছে। তিনি বলেন, “আমরা তিন হাজারেরও বেশি নেতা-কর্মীকে বহিষ্কার করেছি এবং এ বিষয়ে শূন্য সহনশীলতা দেখিয়েছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং চেয়ারম্যান মোতালেব হোসেন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

অটোরিকশা বন্ধে খুশি সাধারণ মানুষ

ছাতকে হরতাল ও নৌ-পথ অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল

শাহবাগে ককটেল ছুঁড়ে পালানো সেই ছাত্রলীগ কর্মী মিরপুরে ছাত্রদলের হাতে আটক

মানববন্ধন করতে এসে পুলিশের মাথা ফাটালো

মিরপুর ডিওএইচএস রোডে প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলের মর্মান্তিক সংঘর্ষ, চালক নিহত

ভাষানটেক সেনা ক্যাম্পে আটক সন্ত্রাসী হিটলু বাবু অসুস্থ হয়ে মারা গেছে

পল্লবীতে রাশিয়া ফেরত যুবকের গলাকাঁটা লাশ উদ্ধার

বাংলাদেশ একাত্তরে সংবাদ প্রকাশের পরই নড়লো রাজউক: বোরহান উদ্দিনের ভবনসহ দুইটি নির্মাণে ভাঙচুর ও জরিমানা

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি হলেন সাজু ও সাধারণ সম্পাদক সায়মন

পল্লবীতে দুর্বৃত্তদের হাতে নিহত মো. সেলিম