নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত, ১৭ আগস্ট ২০২৫
চলচ্চিত্র নির্মাতা ও ছাত্রদের পক্ষ থেকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী মোস্তফা সরয়ার ফারুকী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন কক্সবাজারে অবস্থানকালে।
শনিবার সকালে হোটেল কক্ষে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করলে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসকরা দ্রুত রাজধানীতে নেওয়ার পরামর্শ দেন।
দুপুরে জরুরি ভিত্তিতে একটি বিশেষায়িত হেলিকপ্টারে করে তাঁকে ঢাকায় পাঠানো হয়।
ফারুকীর স্ত্রী, জনপ্রিয় অভিনেত্রী তিশা জানান, চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। আপাতত শঙ্কামুক্ত হলেও সম্পূর্ণ পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত, সহকর্মী ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।