রাজু আহমেদ: ৫ এপ্রিল ২০২৫
রাজধানীর শাহআলী থানাধীন উত্তর বিসিলের কুসুমবাগ এলাকায় কিশোর গ্যাংয়ের তাণ্ডবে এলাকাবাসী আজ চরম নিরাপত্তাহীনতায়। প্রতিনিয়ত ঘটে চলেছে ছিনতাই, হামলা, চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্ট অপরাধ। অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরবতা যেন এই অপরাধীদের উৎসাহিত করছে।
ঈদের রাতের নির্মম এক ঘটনায় ‘জীবন’ নামের এক কিশোরকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের একদল সন্ত্রাসী। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় তার মা দিনা আক্তার বাদী হয়ে শাহআলী থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত করা হয়েছে এলাকার কুখ্যাত কিশোর গ্যাংয়ের সদস্য হোসেন, রাতুল, বিজয় ওরফে ‘কালা বিজয়’, মিলন, হীরা এবং আরও অজ্ঞাত ১২-১৪ জনকে।
কিন্তু বিস্ময়করভাবে, ঘটনার পর এক সপ্তাহ অতিবাহিত হলেও এখনো কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। উল্টো, আসামিপক্ষ ভুক্তভোগী পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে পরিবারটি চরম আতঙ্কে দিন পার করছে।
এলাকাবাসীর অভিযোগ, কুসুমবাগ ও আশপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের বেপরোয়া দৌরাত্ম্য থামানোর উদ্যোগ নেই পুলিশের। গ্যাং সদস্যরা নিয়মিত অপকর্ম করলেও দৃশ্যত কোনো নজরদারি বা কঠোর অভিযান চালানো হচ্ছে না।
জনগণের প্রশ্ন—পুলিশ কি কেবল মামলা গ্রহণেই সীমাবদ্ধ থাকবে? নাকি অপরাধ দমনে সত্যিকারের ব্যবস্থা গ্রহণ করবে? দ্রুত আসামিদের গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত না করলে এলাকাটি হয়ে উঠবে কিশোর অপরাধীদের সুরক্ষিত আস্তানা, যার দায় নিতে হবে সংশ্লিষ্ট প্রশাসনকেই।