সোমবার , ২৫ আগস্ট ২০২৫ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আমিনুল হকের পক্ষ থেকে সুমনের উদ্যোগে পল্লবীতে সড়ক-ফুটপাতে শৃঙ্খলা

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
আগস্ট ২৫, ২০২৫ ১১:৫৩ অপরাহ্ণ

চাঁদামুক্ত পরিবেশে ব্যবসার প্রতিশ্রুতি, মসজিদের সামনে গাছ লাগিয়ে যানজট নিরসন

বাংলাদেশ একাত্তর ডেস্ক প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫

ঢাকা: রাজধানীর পল্লবীতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এবং ব্যবসায়ীদের জন্য চাঁদামুক্ত পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদল নেতা সাজিদ আহমেদ সুমনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা আমিনুল হকের পক্ষ থেকে আয়োজিত এ সভায় ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় ব্যবসায়ীরা জানান, অতীতে নিয়মিতভাবে তাদের কাছ থেকে চাঁদা আদায় করা হতো। তবে এ উদ্যোগের মাধ্যমে তারা সড়ক ও ফুটপাত দখল না করে আইন মেনে ব্যবসা চালানোর অঙ্গীকার করেছেন। স্থানীয় বাড়িওয়ালারাও সভায় যোগ দিয়ে শৃঙ্খলা রক্ষার প্রতিশ্রুতি দেন।

ছবি: দোকানদার ও স্থানীয় বাসিন্দাগন।

।ছাত্রদল নেতা সুমন বলেন, “দোকানদাররা ব্যবসা করবেন, কিন্তু রাস্তা দখল করে নয়। কাউকে অযৌক্তিক সুবিধা নিতে দেওয়া হবে না।” কেউ যদি আপনাদের কাছে চাঁদা চায়, তাহলে দয়া করে ১৬ আসনের অভিভাবক জননেতা জনাব আমিনুল হক ভাইকে সাথে সাথে জানাবেন। ঢাকা-১৬ আসন হবে একটি সুন্দর ও অপরাধমুক্ত আসন, আপনারা যদি সহযোগিতা করেন তাহলে তা সম্ভব।

ছাত্রদল নেতা বলেন, “গত ১৬ বছর আওয়ামী লীগ ফ্যাসিস্ট যা করেছে তা আর বলতে চাই না—আপনারা ভালোই জানেন। ধানের শীষে ভোট দিয়ে আমিনুল হক ভাইকে সুযোগ দিন, আপনাদের সকল সমস্যা নিরসনের।”

সবুজ উদ্যোগ

এলাকার যানজট কমাতে সুমন ও তার সহকর্মীরা বিভিন্ন মোড়ে ড্রামে গাছ লাগিয়ে ছোট আকারের গোলচত্বর তৈরি করেছেন। বিশেষ করে বায়তুল সালাম জামে মসজিদের সামনে গাছ লাগানোর পর থেকে এলাকায় শৃঙ্খলা ফিরে এসেছে এবং যানজট অনেকটা হ্রাস পেয়েছে।

তরুণ নেতৃত্ব

সাজিদ আহমেদ সুমন কেন্দ্রীয় ছাত্রদলের পদবিহীন নেতা হলেও অতীতে বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলেন এবং দীর্ঘ সময় কারাভোগ করেছেন। স্থানীয়দের মতে, তার সামাজিক ও সংগঠনিক কার্যক্রম এলাকাবাসীর আস্থা বাড়াচ্ছে। সম্প্রতি কিশোরদের দ্বন্দ্বের ঘটনায় তিনি সরাসরি উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, যা অভিভাবক মহলে প্রশংসিত হয়েছে।

জনগণের প্রত্যাশা

স্থানীয়রা আশা করছেন, বিএনপি নেতা আমিনুল হক নির্বাচিত হলে এলাকায় একটি আধুনিক মার্কেট নির্মাণ করে ব্যবসায়ীদের জন্য স্থায়ী সমাধান করবেন। সভা শেষে উপস্থিতদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

 

সর্বশেষ - আইন ও আদালত