আমিনুল হকের পক্ষে লিফলেট বিতরণে কর্মীদের উৎসবমুখর উপস্থিতি
নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার ৯ অক্টোবর ২০২৫
ঢাকা. রাজধানীর মিরপুরের ৫ নং ওয়ার্ডের বাউনিয়াবাদ এ-ব্লকের হিন্দু পাড়ায় আজ বিকেলে ঢাকা-১৬ আসনে বিএনপি নেতা আমিনুল হকের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়।
এ সময় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে লিফলেট গ্রহণ করেন এবং প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মীদের সঙ্গে হাসিখুশি আলাপ করেন।
লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন পল্লবী থানা শ্রমিক দলের মোঃ সাফায়েত হোসেন সোহেলসহ স্থানীয় ওয়ার্ড পর্যায়ের শ্রমিক দলের নেতৃবৃন্দরা।
নেতারা জানান, ঢাকা-১৬ আসনে আমিনুল হকই জনগণের আস্থার প্রতীক। তিনি এলাকার উন্নয়ন, বঞ্চিত মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন।
স্থানীয়দের অনেকে বলেন, “আমিনুল ভাইকে আমরা ভালোভাবে চিনি। তিনি মানুষের পাশে থাকেন, তাই এবার ভোটও তাঁর পক্ষে দেব।”
দিনভর প্রচারণা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


















