রাজু আহমেদ; প্রকাশ, ২৪ মার্চ ২০২৫
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদমর্যাদা পেয়েছেন। রোববার (২৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে উপ-সচিব মো. মাহবুবুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ পদমর্যাদা প্রদান করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, শেখ মো. সাজ্জাদ আলীর আবেদন এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ এর রায় অনুযায়ী ২০১০ সালের ১৮ জানুয়ারি থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২), ২০১৩ সালের ১৮ জুলাই থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-১), ২০১৪ সালের ৩০ ডিসেম্বর থেকে পুলিশ মহাপরিদর্শক (স্ববেতনে) এবং ২০১৭ সালের ১২ জানুয়ারি থেকে পুলিশ মহাপরিদর্শক (সি.সি. পদমর্যাদা) পদে ভূতাপেক্ষভাবে পদোন্নতি প্রদান করা হয়েছে।
এছাড়া, তিনি তার প্রাপ্যতা অনুযায়ী বকেয়া বেতন-ভাতাদি, পেনশনসহ সব ধরনের আর্থিক সুযোগ-সুবিধা ভোগ করবেন।
উল্লেখ্য, গত বছরের ২৪ নভেম্বর শেখ মো. সাজ্জাদ আলীকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার অসামান্য দক্ষতা ও নেতৃত্বগুণের ফলে তিনি এই পদে পদোন্নতি লাভ করেন।