বুধবার , ২২ জুলাই ২০২০ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় ৪ লাখ টাকা জরিমান

প্রতিবেদক
bangladesh ekattor
জুলাই ২২, ২০২০ ২:০৯ পূর্বাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট (বাংলাদেশ একাত্তর.কম)

অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া তেল, কেমিক্যালযুক্ত রং এবং ডালডা ব্যবহার করে সেমাই, চানাচুর, বিস্কিট, নিমকি তৈরি করার অপরাধে সাভারে দুইটি কারখানাকে চার লাখ টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের ভ্রাম্যমান আদালত।’

মঙ্গলবার (২১ জুলাই) র‍্যাব-৪ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বিষয়টি নিশ্চিত করেন।

সাজেদুল ইসলাম সজল জানান, র‌্যাব-৪ এর একটি দল নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিছুর রহমান এর নেতৃত্বে দুইটি পৃথক অভিযান পরিচালনা করে। সোমবার (২০ জুলাই) দুপুরে ও বিকালে ঢাকা জেলার সাভার মডেল থানার গেন্ডা এলাকায় অনিক ফুড প্রোডাক্ট এর মালিক ইমরান হোসেন (৫৫), জেলা- ঢাকাকে অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া তেল, কেমিক্যালযুক্ত রং এবং ডালডা ব্যবহার করে সেমাই তৈরির অপরাধে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, একই দিনে সাভার মডেল থানার মগমা পাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া তেল ও কেমিক্যালযুক্ত রং ব্যবহার করে চানাচুর, বিস্কিট, নিমকি তৈরির অপরাধে রেবা রাণী সাহা ফুড প্রোডাক্ট এর তত্ত্বাবধায়ক দুলাল সাহাকে (৩৮) এক লাখ- টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে উভয় কারখানার অস্বাস্থ্যকর কাঁচামাল ধ্বংস করা হয় বলেও জানান সাজেদুল।

সর্বশেষ - সর্বশেষ সংবাদ