বৃহস্পতিবার , ২৩ আগস্ট ২০১৮ | ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

৫ই জানুয়ারির মত নির্বাচন হলে “বিএনপি’র আন্দোলন’

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
আগস্ট ২৩, ২০১৮ ৭:১০ পূর্বাহ্ণ

বিগত ৪বছর আগে ২০১৪ সালের নির্বাচনের মতো নির্বাচন করার চেষ্টা করা হলে দুর্বার আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে বলে সাংবাদিকদের জানালেন এই বিএনপি’ নেতা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। বুধবার সকালে ঈদের জামাত শেষে তাঁর নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের বাড়িতে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন মওদুদ আহমদ ।

মওদুদ আহমদ বলেন, আওয়ামী লীগ যদি বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একতরফাভাবে করার চেষ্টা করে তাহলে দেশের  জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে। তিনি বলেন, সরকার যদি অংশগ্রহণমূলক নির্বাচন চায়, তাহলে তাদের সংলাপে আসতে হবে। সংলাপের বিকল্প কোনো পথ নেই।

এর আগে নিজ বাড়িতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মওদুদ আহমদ। এ সময় জেলা বিএনপির সভাপতি এ জেড এম গোলাম হায়দার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমানসহ জেলা ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত