শনিবার , ১৪ জুন ২০২৫ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পল্লবীতে সাবেক ওসিকে রাস্তায় ঘিরে পেটালো স্বেচ্ছাসেবক দল! ছিনিয়ে নিল মোবাইল-টাকা-স্বর্ণালঙ্কার

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুন ১৪, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ

সুমন মাস্টার|প্রকাশিত, শনিবার|১৪ জুন ২০২৫|

ঢাকা:রাজধানীর মিরপুর পল্লবীতে ঈদের বাজার করতে গিয়ে প্রকাশ্যে হামলার শিকার হয়েছেন পুলিশের এক সাবেক কর্মকর্তা। পরিবারের জন্য কাঁচাবাজার করতে গিয়ে দেশীয় অস্ত্রের মুখে পড়েন তিনি। মারধর করে ছিনিয়ে নেওয়া হয় মোবাইল, স্বর্ণের চেইন ও নগদ টাকা। হামলায় জড়িত থাকার অভিযোগে কথিত স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

হামলার শিকার পুলিশ কর্মকর্তার নাম মাসুদুর রহমান। তিনি এক সময় রাজবাড়ীর কালুখালী থানা ও রাজবাড়ী সদর থানার ওসি ছিলেন, বর্তমানে তিনি পিবিআই ফরিদপুরে কর্মরত। অতীতে মিরপুরের বিভিন্ন থানায় এসআই হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ঈদের ছুটিতে ঢাকায় পরিবারের কাছে এসেই আক্রান্ত হন তিনি।

বৃহস্পতিবার সকালবেলা মিরপুর ৬ নম্বর কাঁচাবাজারে বাজার করতে গিয়ে মাসুদুর রহমানের ওপর সশস্ত্র হামলা চালায় কয়েকজন যুবক। মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা তাকে ঘিরে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে। পরিচয় দেওয়ার পরও তারা ক্ষান্ত না হয়ে তাকে মারধর করে, কিল-ঘুষি ও লাথির পাশাপাশি চলে ছুরির ভয়। একপর্যায়ে তার কাছ থেকে মোবাইল ফোন, একটি ঘড়ি, ৮ আনার স্বর্ণের চেন ও নগদ ৪২ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।

পরে ভুক্তভোগী মাসুদুর রহমান পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত ছয়জনকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন: আল আমিন (বড়), আল আমিন (ছোট), মো. রাজিব, মো. বাবলু, মো. ফারুখ ও মো. সুমন।
পুলিশ জানিয়েছে, তারা সবাই মিরপুর ৬ নম্বর ওয়ার্ডের বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের সক্রিয় কর্মী। তাদের মধ্যে রাজিব পূরবী ইউনিট স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি, পেশায় অটোরিকশা নিয়ন্ত্রণকারী। আল আমিন (বড়) যুব-বিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা যায়।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাউসার হামিদ। তার দাবি, “এই ছেলেরা স্বেচ্ছাসেবক দলে নেই। অনেকে আগে বিএনপির রাজনীতি করলেও এখন আওয়ামী লীগে যুক্ত। তারা ৫ আগস্টের পর দলে যোগ দিতে চেয়েছিল, আমি পাত্তা দিইনি।”

এ প্রসঙ্গে পল্লবী থানার ওসি শফিউল আলম বলেন, “ঘটনার পরপরই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।”

পুলিশ কর্মকর্তার ওপর হামলার এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। একটি সংঘবদ্ধ সুবিধাবাদী চক্র রাজনৈতিক পরিচয় বদলে এলাকায় আধিপত্য বিস্তার ও অপরাধে জড়িত— অনেকেই বলছে, ওরা চিহ্নিত চাদাবাজ, মিরপুর ১১ পুরবী সিনেমা হলের সামনে সড়ক দখল করে এরা অটোরিকশা স্টান্ড বানিয়ে চাদাবাজি করে। মুল সড়কের উপর সকাল সন্ধ্যা  সারি-সারি অবৈধ অটোরিকশা থাকে। যে-কারনে সব সময় পুরবীর সামনে তিব্র যানযট লেগেই থাকে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

আসন্ন ঈদ-উল-ফিতর: রাজধানী ও আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে র‌্যাব-৪

কম্পিউটারের ওপর প্রস্তাবিত বাজেটে আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবি

গভির রাতে লাশ নিয়ে পালানোর সময় পুলিশের হাতে আটক

শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন তলানিতে : আমিনুল হক

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনীয় প্রচার-প্রচারণায় এগিয়ে”শাহানাজ নাজনীন বাবলী”

পল্লবীর চাঞ্চল্যকর মিলন হত্যা চেষ্টা মামলার চার আসামী গ্রেফতার

পল্লবীতে দারুল হাবীব (সা.) মাদরাসা ও এতিমখানার নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিএনপি নেতা আমিনুল হক

ফকিরহাটে আলমসাধুসহ ১২৫০কেজি লোহার সরঞ্জাম উদ্ধার

অসুস্থ স্ত্রীর অভিযোগ: নায়িকা, গায়িকা, কনসার্ট নিয়ে ব্যস্ত আইসিটি প্রতিমন্ত্রী পলক

বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে কিছু দল- আফাজ উদ্দিন