শনিবার , ২ আগস্ট ২০২৫ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রাজনীতি নয়, মানবিকতা-অসহায় মানুষের পাশে থাকতে হবে সামাজিক উদ্যোগেই: আমিনুল হক

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
আগস্ট ২, ২০২৫ ৭:২২ অপরাহ্ণ

রূপনগরে হিউম্যানিটি অব বাংলাদেশের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনে বিএনপি নেতা আমিনুল হক বলেন, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবিক সমাজ গড়তে হবে। শুধু রাজনৈতিক দল নয়, সামাজিক সংগঠনের মাধ্যমেও মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

(মোঃ জাকির হোসেন) ২ আগস্ট ২০২৫, শনিবার:

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, “মানুষের পাশে দাঁড়ানো শুধু রাজনৈতিক দলের দায়িত্ব নয়। সমাজের সকল মানবিক সংগঠনকেও এগিয়ে আসতে হবে। আজকের হিউম্যানিটি অব বাংলাদেশের ফ্রি মেডিকেল ক্যাম্প তারই একটি অনন্য উদাহরণ।”

শনিবার সকালে রাজধানীর রূপনগরে ঢাকা-১৬ আসনের নিজ নির্বাচনী এলাকায় হিউম্যানিটি অব বাংলাদেশ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা অসহায় মানুষের কাছে যেতে চাই। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম চালিয়ে যেতে চাই। মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস যেন অব্যাহত থাকে।”

বৃদ্ধাশ্রম প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমিনুল হক বলেন, “আমরা চাই না বাংলাদেশে বৃদ্ধাশ্রম তৈরি হোক। কিন্তু কিছু সন্তান তাদের মা-বাবাকে বৃদ্ধ বয়সে অবহেলা করছে, রাস্তায় ফেলে দিচ্ছে। সমাজের দায়বদ্ধতা থেকেই আমাদের বৃদ্ধাশ্রম তৈরি করতে হচ্ছে। এই ধরনের সন্তানদের কখনোই ভালো মানুষ বলা যায় না।”

তিনি বলেন, “আজকের সমাজে কিছু মানুষ পারিবারিক দায়িত্ব ও মূল্যবোধ ভুলে গেছে। এই অমানবিক প্রবণতা রোধ করতে হলে আমাদের সামাজিক সচেতনতা বাড়াতে হবে। একটি মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে।”

অনুষ্ঠানের শেষাংশে তিনি হিউম্যানিটি অব বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “নতুন সমাজ গড়ার এই যাত্রায় হিউম্যানিটি অব বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

ইঞ্জিনিয়ার মোঃ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন— সংগঠনের প্রধান উপদেষ্টা স ম জাহাঙ্গীর কবির জন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক এবং রূপনগর থানা ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান মামুন।

অনুষ্ঠানের কার্যক্রম ও প্রচারে সক্রিয়ভাবে অংশ নেন মানবতার বাংলাদেশের সদস্য নাজমুল ইসলাম মিল্টন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

ছাতকে হরতাল ও নৌ-পথ অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল

ডিবি কার্যালয়ে হঠাৎ তানজিন তিশা

মিরপুরে গণপিটুনির শিকার যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু: আইনশৃঙ্খলার ওপর নতুন প্রশ্ন

মাঠে ফিরিয়ে আনতে চান বঞ্চিত ক্রীড়া সংগঠকদের: আমিনুল হক

গ্রীন বিডি বন্ধু মহল ‘সেবাই মূল লক্ষ্য’

রাজধানীতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ছিনতাইকারী অস্ত্রসহ গ্রেফতার-৯

রংপুর মেডিকেলে অভিজ্ঞ ডাক্তার নার্সদের অভাব চলে রোগিদের হয়রানি

পাঁচ কোটি টাকা চুক্তিতে:ভারতে খুন হন (এমপি)

বিমান বন্দরে এপিবিএনের অফিস দখল, এভসেকের বিরুদ্ধে থানায় জিডি

ফ্যাসিস্ট শাসনে বিএনপির সংগ্রাম: দায়িত্বশীল ভূমিকার প্রত্যাশা এখন জনগণের