বাংলাদেশ একাত্তর.কম / উজ্জ্বল বেপারী
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)
রোববার (১৬ আগস্ট) বিকালে [র্যাব ১০] এর অধিনায়ক (সিও) এডিশনাল ডিআইজি মোঃ কাইমুজ্জামান খান এ বিষয় নিশ্চিত করেন।
আটকরা হলো: মহিউদ্দিন হাসান রনি [৪০] ও এনামুল হক [৩০]।
কাইমুজ্জামান খান জানান, রোববার সকাল ৮ টায় র্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় অভিযান পরিচালনা করে ২৮০ পিচ বোতল বিদেশী মদসহ দুই জন মাদক ব্যবসায়িকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি মিনি কাভার্ড ভ্যান, দুটি মোবাইল ও নগদ একহাজার ৯১০ টাকা জব্দ করা হয়।
তিনি আরো জানান, আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ি। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে ঢাকাসহ এর আশপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।