অনলাইন ডেক্সঃ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত যুবলীগের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের শীর্ষ চার নেতার গণভবনে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে গণভবন সূত্রে জানা গেছে। তারা হলেন- মইনুল হোসেন খান নিখিল (সভাপতি, ঢাকা মহানগর উত্তর যুবলীগ), মোহাম্মদ ইসমাইল হোসেন (সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর যুবলীগ), ইসমাইল চৌধুরী সম্রাট (সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ), রেজাউল করিম রেজা (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ)। উল্লেখ্য, গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবলীগের বেশ কয়েকজন নেতা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত বলে অভিযোগ পান।
এই অভিযোগের প্রেক্ষিতে আইনপ্রয়োগকারী সংস্থা গতকাল বুধবার রাজধানীর মতিঝিল এবং বনানীতে একাধিক ক্যাসিনোতে অভিযান চালায়।এসব ক্যাসিনোর মালিকানা যুবলীগের বিভিন্ন নেতার নামে বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এর পরপরই এসব নেতার গণভবনে প্রবেশ নিষিদ্ধ করা হলো। অপরাধ প্রমাণিত হলে যে কোন সময় আটক হতে পারেন এ নেতারা। গোয়েন্দা প্রতিবেদনে বলায় এসকল নেতা অবৈধ ভাবে প্রচুর অর্থের মালিক। তাদের সকল কিছু খতিয়ে দেখা হচ্ছে। তবে বর্তমানে অনেক নেতাই চিকিৎসার নাম করে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করছে। যাতে তাদের অন্য যুবলীগ নেতার মত জেলে না যেতে হয়।