শনিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মিরপুরে “ওরা” তিতাস গ্যাসের ঘুসখোর কর্মকর্তা

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১২:৩৩ পূর্বাহ্ণ

ওরা তিতাস গ্যাসের ঘুসখোর কর্মকর্তা

মিরপুরে তিতাস গ্যাসের ৪ কর্মকর্তা সহ একজন চালককে তিন লাখ টাকা ঘুস দাবির অভিযোগে পিটিয়ে থানায় সোপর্দ করে ছাত্রজনতা। এসময় আরও দু’জন দৌড়ে পালিয়ে যায়।

মিরপুর; সুমন মাস্টার।

রাজধানীর মিরপুরে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে ঘুস দাবি করায় তিতাসের একজন ড্রাইভার ও চারজন কর্মকর্তাকে পিটিয়ে থানায় সোপর্দ করেছেন ছাত্র-জনতা।

বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর ১১নং বাসস্ট্যান্ড স্বপ্ন সুপারশপের সামনে ঘটনাটি ঘটে। তিতাসের পাঁচ কর্মকর্তা কর্মচারী হলেন- ড্রাইভার বারেক শরীফ, অফিস সহকারী বিএম শাহ আলম, সহকারী ব্যবস্থাপক হাবিবুর রহমান, সহকারী কর্মকর্তা জহিরুল ইসলাম ও সহকারী কর্মকর্তা শফিকুল ইসলাম।

জানা যায়, সকালে মিরপুর ২নং কমার্স কলেজসংলগ্ন সুপার হোস্টেলের গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে রাইজার নিয়ে যান তিতাস কর্তৃপক্ষের একটি ভ্রাম্যমাণ টিম। এরপর সুপার হোস্টেলের ম্যানেজার তিতাসের ওই ভ্রাম্যমাণ টিমের সঙ্গে যোগাযোগ করলে তারা পুনরায় গ্যাস সংযোগ দিতে তিন লাখ টাকা ঘুস দাবি করেন। হোস্টেল ম্যানেজার আবাসিক হোস্টেলের ছাত্রদের ঘুসের বিষয়টি অবগত করলে তারা ঘুস দিতে রাজি হয়। এজন্য ছাত্ররা ফাঁদ পাতে। তারা তিতাসের লোকজনের সঙ্গে যোগাযোগ করলে তারা (তিতাস কর্তৃপক্ষ) মিরপুর ১১নং বাসস্ট্যান্ডে দেখা করতে বলেন। এরপর সেখানে আগ থেকে ওঁৎ পেতে থাকা সুপার হোস্টেলের ছাত্ররা তিতাসের পাঁচজনকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে মিরপুর ৬নং আর্মি ক্যাম্পে নিয়ে যান। এরপর সেনাবাহিনীর ক্যাম্প থেকে আটক পাঁচজনকে পল্ল­বী থানায় পাঠানো হয়।

সুপার হোস্টের ছাত্র রাফি বলেন, ওরা খোর কর্মকর্তা,  ঘুস চাওয়ার কথা শুনে আমরা ছাত্ররা রাজি হয়ে যাই। ঘুসখোরদের ধরতে সবাই মিলে প্ল্যান করি। তারা আমাদের তিন লাখ টাকা নিয়ে মিরপুর ১১নং দেখা করতে বলে। আমরা দুই থেকে তিনশ ছাত্র মিরপুর ১১ নম্বরে ছড়িয়ে ছিটিয়ে থাকি। এক পর্যায়ে গাড়িসহ তিতাসের পাঁচজনকে ধরে ফেলি। ঘটনাস্থল থেকে তিতাসের আরও দুজন গাড়ি নিয়ে পালিয়ে যান। না হলে পুরো সিন্ডিকেটকে ধরা যেত।

তিতাস কর্তৃপক্ষের ম্যানেজার মাকসুদুর রহমান বলেন, হোস্টেলে গ্যাসের অবৈধ সংযোগ ছিল। সেটি সকালে বিচ্ছিন্ন করা হয়। ওই অবৈধ সংযোগ বিচ্ছন্ন করতে গিয়ে এ ঘটনা ঘটেছে। যদি ঘুস চাওয়ার কোনো বিষয় থাকে তাহলে প্রমাণসহ তিতাস কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলে তারা ব্যবস্থা নিত। কিন্তু এভাবে সরকারি গাড়ি ভাঙচুর করে আমাদের লোকজনের ওপর কেন আক্রমণ করা হলো?

পল্ল­বী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, আমি যতদূর জেনেছি হোস্টেলের গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে ঘটনাটি ঘটেছে। এর আগেও ওই হোস্টেলে অবৈধ গ্যাস সংযোগ থাকায় সেই সুযোগে সেখান থেকে কয়েক দফা টাকা নিয়েছে তিতাসের লোকজন। এ ঘটনায় তিতাসের পাঁচজনকে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। তাদের কোর্টে পাঠানো হবে।

সর্বশেষ - আওয়ামীলীগ

আপনার জন্য নির্বাচিত

স্ত্রী’রা স্বামীর জন্য চতুর্থ বউ খুজছেন!

রূপনগরে সন্ত্রাসীরা চাঁদা নিয়ে ক্ষ্যান্ত হননি, অবশেষে বাড়ীটি দখলের পায়তারা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেয়াল চিত্র ও আলপনা অংকন

সন্ত্রাস দমনে ‘ডেভিল হান্ট’ অভিযান, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

বাংলাদেশিদের তথ্য বিক্রি করে দিয়েছেন দুই শীর্ষ পুলিশ কর্মকর্তা; বরখাস্ত হলেন দুই কনেষ্টবল

মিরপুরে এমপি ইলিয়াসের ছত্রছায়ায় রাতারাতি প্রভাবশালী মিষ্টি মালেকের উত্থান

মিরপুরে “ফয়সাল হেল্থ এক্সপ্রেস সার্ভিসের আড়ালে” ভয়ংকর প্রতারণার অভিযোগ

সজিব খানের হাতেই ‘টিকটক সজিব গ্রেফতার

যুবদল কর্মী সেলিম হত্যা মামলার চারদিন পরও আসামীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

কন্ঠ শিল্পী মমতাজের ডিগ্রি “ভুয়া”