বাংলাদেশ একাত্তর.কম/ সুমন হোসেন:
রাজধানীর মিরপুর আন্দোলনরত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ এর মৌখিক পরীক্ষায় অংশগ্রহনকারী প্রার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় মিরপুর ১ নম্বর সনি সিনেমা হলের সামনে আন্দোলকারীদের উপর এ হামলা চালায় পুলিশ। গত ৩ দিন প্যানেল গঠন করে নিয়োগের দাবিতে মিরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে কয়েকশ চাকুরি প্রত্যাশী।
বৃহস্পতিবার সকালে মিরপুর ১ নম্বর সনি সিনেমা হলের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন কর্মসূচী পালন করে প্রাথমিক সহকারী শিক্ষক পদে – চাকরি প্রত্যাশিরা। এক পর্যায়ে তারা মুল সড়কে বসে বিভিন্ন ¯স্লোগান দেয়। এতে
মিরপুরের প্রধান সড়কগুলো বন্ধ হয়ে যায়। আশপাশে উপস্থিত কয়েকজন পুলিশ সদস্য আন্দোলকারীদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করে। আন্দোলনকারীরা তাতে সায় দেয়নি। মুহুর্তেই পুলিশ জলকামান ও লাঠিচার্জ শুরু করে। এতে কয়েকজন আহত হয়।
আন্দোলনকারীরা জানান তাদের শান্তিপূর্ন কর্মসূচীতে পুলিশ জলকামান নিক্ষেপ করে। কিছু বুঝে উঠার আগেই পিছন থেকে হামলা করা হয়েছে । এতে বহু হতাহত হয়েছে। আবার অনেককে আটকও করা হয়েছে।