পল্লবীতে ঝড় বৃষ্টি নেই তবুও সড়কে পানি জমে।
বাংলাদেশ একাত্তর.কম/নিজেস্ব প্রতিবেদকঃ
ঢাকা: নগরীর মিরপুর পল্লবীতে ঝর বৃষ্টি নেই তবুও জমে থাকে পানি। ময়লা পানিতে খেলা করে বিভিন্ন ধরনের বিষাক্ত পোকামাকড়। করোনা ভাইরাস প্রতিরোধে নানা পদক্ষেপ নিলেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই সড়কে নেই কোনো উদ্যোগ।
কিছু কিছু সড়ক গর্ত, খানাখন্দ হয়ে আছে উত্তর সিটি করপোরেশন এলাকায়। মাসের পর মাস দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। সড়কের এই দুরবস্থার কারণে স্থায়ীয় ব্যবসায়ী ও বাড়ির মালিক, মজসিদে যাতায়াতে মুসল্লিরাও বিপাকে পড়েছেন। এলাকাবাসী এই সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান চান।

ছবি-সোমবার,
বাংলাদেশ একাত্তর.কমঃ
২নং ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন এ প্রতিবেদকে গত মাসে বলেছিলেন সেকশন-১২, ব্লক-এ রোড-৭ ও ৮ এর মাঝে প্রায়ই দু’শ ফুট সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্ত আজও তা সংস্কার হয়নি।