সোমবার , ২২ নভেম্বর ২০২১ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

পল্লবীতে আমির হোসেন হত্যা মামলায় গ্রেফতার

প্রতিবেদক
bangladesh ekattor
নভেম্বর ২২, ২০২১ ২:২৬ অপরাহ্ণ

বাংলাদেশ একাত্তর.কম/নিজেস্ব প্রতিবেদক:

পল্লবী থানাধীন এলাকা হতে হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪,

গোপন সংবাদের ভিত্তিতে ইং ২১/১১/২০২১ তারিখ রাত ৯টার দিকে ডিএমপির পল্লবী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে রমনা থানার মামলা নং- ২৮(০১)০৪, কোর্ট প্রসেস নং-৪৭৯/১৯, ধারা- ৩৯৬ পেনাল কোড ১৮৬০ এর ওয়ারেন্টভূক্ত নিন্মোক্ত পলাতক আসামী মোঃ আমির হোসেন @ চোরা আমির (৫০),কে গ্রেফতার করা হয়।

ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, সে রমনা থানার মামলা নং- ২৮(০১)০৪, ধারা-৩৯৬ পেনাল কোড ১৮৬০ এর চার্জশীটভূক্ত ৩ নং পলাতক আসামী।

বর্ণিত মামলার তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিলের পর হতে দীর্ঘদিন যাবত বিভিন্ন স্থানে ধৃত আসামী পলাতক ছিল। আসামী আরো স্বীকার করে যে, গত ১১/০১/২০০৪ ইং তারিখ ভোর অনুমান ৫টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনাল হতে কিছুটা দুরে সায়েদাবাদ হতে গাবতলী গামী একটি অজ্ঞাত নম্বরের বাসে ধৃত আসামী সহ অজ্ঞাতনামা আরো ৯/১০ জন আসামী মুখে কাপড় বেঁধে ডাকাতি শুরু করে। তখন বাসে থাকা মামলার বাদীর শ্যালক মোঃ মতিউর তাদের বাঁধা দিতে গেলে ধৃত আসামী তাকে চলন্ত বাস হতে লাথি মেরে ফেলে দিলে ভিকটিম মতিউর উক্ত বাসের পিছনের চাকার নিচে চাপা পরে ঘটনাস্থলেই মারা যায়। উক্ত বিষয়ে বাদী মোঃ খলিলুর রহমান (৩২) অজ্ঞাতনামা ৯/১০ জনের বিরুদ্ধে রমনা থানায় বর্ণিত মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা তদন্ত সাপেক্ষে ধৃত আসামী সহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করেন।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন এবং এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে র‌্যাবের জোড়ালো অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব জানায়।

সর্বশেষ - সর্বশেষ সংবাদ