মঙ্গলবার , ১ জানুয়ারি ২০১৯ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বিনোদন
  10. বিশেষ সংবাদ
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

নৌকার প্রতীক নিয়েও যারা হারলেন

প্রতিবেদক
bangladesh ekattor
জানুয়ারি ১, ২০১৯ ৭:৫২ অপরাহ্ণ

নৌকার প্রতীক নিয়েও যারা হারলেন

একাদশ সংসদ নির্বাচনে সারা দেশে  নৌকা প্রতীকের বিপুল বিজয়ের মধ্যেও হেরেছেন নৌকা প্রতীকের  তিনজন নেতা। এদের মধ্যে দুইজন হলেন আব্দুল ওয়াদুদ ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ।
এছাড়া নৌকা প্রতীক নিয়ে হেরেছেন বিকল্পধারা্র যোগ দেওয়া প্রার্থী  সাবেক সংসদ সদস্য এম এম শাহীন।

[বাংলাদেশএকাওর.কম] এস এম বাবুল।

এবারের নির্বাচনে আওয়ামী লীগ একচেটিয়া জয় পেয়েছে। ২৯৮টি ঘোষিত আসনের মধ্যে নৌকা প্রতীকে ২৫৯টিতে  জিতেছেন আওয়ামী লীগের প্রার্থীরা। মহাজোট জিতেছে ২৮৮টি আসনে।

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ  ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে  হেরেছেন ৪৯ হাজার ৯ শত ৪৩ ভোটের ব্যবধানে ।

কাজী জাফরউল্লাহ নৌকা প্রতীকে পেয়েছেন ৯৪ হাজার ২৩৬ ভোট । এবং  প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় মুজিবুর রহমান চৌধুরী নিক্সন সিংহ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ১৭৯ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদের কাছে হেরেছেন বর্তমান সংসদ সদস্য আবদুল ওয়াদুদ। হারুনুর রশিদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৬৬১ ভোট। নৌকা প্রতীকে ওয়াদুদ পেয়েছেন ৮৫ হাজার ৯৩৮ ভোট।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) নৌকা প্রতীকের বিকল্পধারা্র এম এম শাহীনকে হারিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর জিতেছেন ।

শাহীন পেয়েছেন ৭৭ হাজার ১৪৭ ভোট। এবং সুলতান মনসুর পেয়েছেন ৭৯ হাজার ৮৮২ ভোট।

এ নির্বাচনের আগে বিকল্পধারায় যোগ দিয়ে মহাজোটের প্রার্থী হন মৌলভীবাজার-২ (কুলাউড়া) সাবেক সংসদ সদস্য শাহীন।

সর্বশেষ - রাজনীতি