নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত; মঙ্গলবার, ৪ঠা অক্টোবর, ২০২২ইং।,
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি সাজ্জাতুল হানিফ সাজ্জাদকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ।
সোমবার রাতে কালশি লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড এলাকা থেকে সাজ্জাদকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদের কথা জানান।

কেন্দ্রীয় ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি।
সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা বলেন, সারাদেশে জুলুম-নীপিড়নে অতিষ্ট জনগনকে বিএনপির নেতৃত্ব ব্যাপকভাবে রাস্তায় নেমে আসতে দেখে অবৈধ ক্ষমতা দখলদারদের তল্পিবাহক কিছু পুলিশ সদস্যের অতিউৎসাহী আচরণ দিনদিন লাগামহীন হয়ে পরছে।