চাষির অপেক্ষা
মহম্মদ ওয়েছ
চাষিটা বছরে দুই বার ধান চাষ করে,
বর্ষায় জমিতে জল পেলেও গ্রীষ্মে
নদী থেকে দুনি করে জমিতে জল দেয়
তার পরিশ্রমের ফসল সোনালি ধান ।
সেই ধানের চাল খেয়ে মানুষ মন্ত্রী হয়
৫০০ টাকা কৃষি ভাতা পেতে চাষি
অপেক্ষা করতে হয় দিবানিশী ।
মায়ের কষ্ট
মহম্মদ ওয়েছ
প্রতিদিন স্কুল যেতাম আর
মা প্রতিদিন হাত পুড়াতো ।
কেন জানো ? গ্যাস ছিলো না
খড়ের জ্বালে উনুনে ভাত তরকারি
রান্না করে খাওয়াতো ।
আমার,
মা প্রতিদিন হাত পুড়াতো ।