সোমবার , ১২ জুলাই ২০২১ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

আশুলিয়ায় ৪ ডাকাত সদস্য র‌্যাবের হাতে আটক

প্রতিবেদক
bangladesh ekattor
জুলাই ১২, ২০২১ ২:৫২ অপরাহ্ণ

আশুলিয়া প্রতিনিধিঃ

ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হতে সংঘবদ্ধ ডাকাত দলের ৪ জন সদস্য’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় কিছু সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ১২/০৭/২০২১ তারিখে রাত পৌনে ২টার দিকে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির কাজে ব্যবহৃত কাগজপত্র বিহীন ১টি প্রাইভেটকার, ১টি চাপাতি, ১ টি চাইনিজ কুড়াল, ১ টি হাশুয়া, ৪ টি চাকু, ১২ টি মোবাইল, নগদ ৫,৬১০/-টাকাসহ সংঘবদ্ধ ডাকাত দলের নিম্নোক্ত ৪ জন সদস্য’কে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ আটককৃতরা হলো-(১) মোঃ মাসুদ মৃধা (৩৩), জেলা- গোপালগঞ্জ। (২) মোঃ সোহাগ মোল্লা (২৫), জেলা- নারায়নগঞ্জ।
(৩) মোঃ মাসুদুর রহমান (৩৬), জেলা-বি-বাড়ীয়া। (৪) মোঃ ইউসুফ আলী (৩০), জেলা- গাইবান্ধা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান , তারা সংঘবদ্ধ দুর্ধষ আন্তঃজেলা ডাকাত চক্র। আসামীরা বেশ কিছুদিন যাবত ৮-১০ জনের দলবদ্ধ হয়ে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইয়ের বিভিন্নস্থানে রাতের অন্ধকারে যানবাহনে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার প্রভৃতি ডাকাতি করে আসছিলো এবং ক্ষেত্রবিশেষে ভূক্তভোগীদেরকে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত ও জখম করতো।

উপরোক্ত বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ সংঘবদ্ধ ডাকাত দলের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - সর্বশেষ সংবাদ