সোমবার , ৩০ নভেম্বর ২০২০ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

যাত্রীবাহী বাসে শিশুকে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে কুপ্রস্তাব: যুবককে গনধোলাই

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
নভেম্বর ৩০, ২০২০ ১১:০৭ অপরাহ্ণ

বাংলাদেশ একাত্তর.কম/সুমন হোসেন

রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে ১০ বছরের এক শিশুকে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে এক যুবককে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুদ্ধ যাত্রীরা। অভিযুক্ত যুবকের নাম বাবুল (৩০)। তিনি পেশায় একজন মটর গ্যারেজ শ্রমিক। সোমবার ‘দুপুরে মিরপুর ১ নম্বর সনি সিনেমা হল সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সে ওই যুবককে আটকে রেখে পুলিশে খবর দেন বিক্ষুদ্ধরা।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন যাত্রী বলেন মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাসের মধ্যে ১০ বছরের এক শিশুর পাশে বসে তাকে মোবাইলে ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে কুপ্রস্তাব দিতে থাকেন ওই যুবক। পুরো ঘটনাটি পিছনের সিটে বসে থাকা দু’জন যুবক প্রত্যক্ষ করেন। শিশুটি এক পর্যায়ে তার মাকেও ঘটনাটি খুলে বলে। এরপর প্রত্যক্ষদর্শী ২ যুবক ও বাসের অন্য যাত্রীরা মিলে যুবককে গনধোলাই দিয়ে মিরপুর ১ নম্বর সনি সিনেমা হলের সামনে নিয়ে আসেন। সেখানে ট্রাফিক পুলিশ বক্সে তাকে আটকে রেখে পুলিশে খবর দেন।

ওই শিশুর মা বলেন, আমার অবুঝ ছোট মেয়ের সাথে ওই লোকটি যে খারাপ কাজ করেছে আর যাতে এ ধরনের কাজ না করতে পারে আমি সেই বিচার চাই। তিনি আরও বলেন, আমার কোন অভিযোগ নেই মানসম্মানের ভয় আছে। তাই থানায় যাবো না।

শাহআলী থানার ওসি তোফায়েল আাহমেদ বলেন, এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে আমার সব শুনেছি। তাকে চালান দেয়া হবে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত