শনিবার , ১৯ জানুয়ারি ২০১৯ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

কুষ্টিয়ায় মেডিকেল কলেজ ভবনের ছাদ ধসে নিহত ১, আহত-৫

প্রতিবেদক
bangladesh ekattor
জানুয়ারি ১৯, ২০১৯ ১২:১৪ পূর্বাহ্ণ

কুষ্টিয়ায় মেডিকেল কলেজ ভবনের ছাদ ধসে নিহত ১, আহত ৫ এসময় আহত হয়েছেন আরও পাঁচ শ্রমিক।

কামরুল ইসলাম-বাংলাদেশ একাত্তর– কুষ্টিয়ায়।

কুষ্টিয়ায় নির্মাণাধীন মেডিকেল কলেজ হাসপাতালের, ছাদ ধসে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচ শ্রমিক। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে শ্রমিকরা ঢালাইয়ের কাজ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত বজলু মিয়া (৬০) কুমারখালী উপজেলার ভাদু প্রামানিকের ছেলে। আহত পাঁচ শ্রমিককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর পরই কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, পুলিশ সুপার তানভীর আরাফাতসহ মেডিকেল কলেজ ভবন নির্মাণ বাস্তবায়নকারী সংস্থা গণপূর্ত বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

আহত শ্রমিক ইশা খাঁ প্রাথমিক চিকিৎসা শেষে সাংবাদিকদের জানান, হঠাৎ করেই বিকট শব্দে নির্মাণাধীন সাটারিংটি ধসে পড়ে। এ সময় সাটারিংয়ের নিচে কয়েকজন শ্রমিক ছাদ ঢালাইয়ের কাজ করছিল। জহুরুল কনস্ট্রাকশন এর আওতায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ চলছিল।

সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আজকের মতো উদ্ধার কাজ শেষ করেন কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা। নির্মাণ কাজের ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা তাদের।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্পের প্রজেক্ট ডাইরেক্টর (পিডি) আশরাফুল হক দারা বলেন, দ্রুত কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান তড়িঘড়ি করে কাজ শেষ করছিল কিনা তা তদন্ত করে দেখা হবে। কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন বলেন, এ ঘটনায় প্রাথমিকভাবে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। যদি নির্মাণ কাজে কোনো অনিয়ম হয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - সর্বশেষ সংবাদ