৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: উত্তরা ও উত্তরখানে লিফলেট বিতরণ ও সমাবেশে মুহাম্মদ আফাজ উদ্দিন
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ৫ জুলাই ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন আফাজ। তিনি বলেন, “আগামী দিনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এই ৩১ দফার ভিত্তিতেই দেশ পরিচালিত হবে।”
শুক্রবার বিকেলে উত্তরা ১১ নম্বর সেক্টরের বড় মসজিদের সামনে আয়োজিত লিফলেট বিতরণ, বৃক্ষরোপণ ও সংক্ষিপ্ত সমাবেশ এবং পরে উত্তরখান থানার কাচকুড়া বাজার এলাকায় আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আফাজ উদ্দিন বলেন, “৩১ দফার মধ্যে রয়েছে শহীদ পরিবার, গণতন্ত্র, স্বাধীনতা ও সাধারণ মানুষের মৌলিক অধিকারের কথা। এটি শুধু বিএনপির নয়—সব মানুষের, সব দলের কথা। তাই এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “দেশে একটি মহল ষড়যন্ত্র করছে। তারা চায় না নির্বাচন হোক। কিন্তু মানুষ আর নির্বাচন নিয়ে ছলচাতুরি মেনে নেবে না। মানুষ ভোট দিতে চায়। সাধারণ জনগণ ১৫ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা এখন অধীর আগ্রহে একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে।”
তিনি জানান, “লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুসের ফলপ্রসূ বৈঠকের পর জনগণের মধ্যে আশার আলো দেখা দিয়েছে। দেশের সব রাজনৈতিক দল আগামী ফেব্রুয়ারিতে একটি জাতীয় নির্বাচনের প্রত্যাশায় প্রস্তুত রয়েছে।”
আন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে মুহাম্মদ আফাজ উদ্দিন বলেন, “কালবিলম্ব না করে দ্রুত নির্বাচনকালীন সরকারের রোডম্যাপ ঘোষণা করুন। বিএনপি রাতের অন্ধকারে নয়—গণতান্ত্রিক উপায়ে, জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতায় যেতে চায়।”
তিনি আরও বলেন, “বিএনপি একটি সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক দল। গত ১৭ বছর ধরে আমরা রাজপথে আন্দোলন করছি। এই সময় হাজার হাজার নেতাকর্মীকে গুম-খুন, গ্রেফতার, মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে। তবুও আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি।”
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “উত্তরা-১৮ আসনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, তবে অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকব।”
উক্ত কর্মসূচিতে উত্তরা পশ্চিম থানা ও উত্তরখান থানা বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে কর্মীরা স্থানীয় দোকান, হাটবাজার ও পথচারীদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।