শুক্রবার , ৪ জুলাই ২০২৫ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: মুহাম্মদ আফাজ উদ্দিন

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুলাই ৪, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ

৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: উত্তরা ও উত্তরখানে লিফলেট বিতরণ ও সমাবেশে মুহাম্মদ আফাজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ৫ জুলাই ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন আফাজ। তিনি বলেন, “আগামী দিনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এই ৩১ দফার ভিত্তিতেই দেশ পরিচালিত হবে।”

শুক্রবার বিকেলে উত্তরা ১১ নম্বর সেক্টরের বড় মসজিদের সামনে আয়োজিত লিফলেট বিতরণ, বৃক্ষরোপণ ও সংক্ষিপ্ত সমাবেশ এবং পরে উত্তরখান থানার কাচকুড়া বাজার এলাকায় আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আফাজ উদ্দিন বলেন, “৩১ দফার মধ্যে রয়েছে শহীদ পরিবার, গণতন্ত্র, স্বাধীনতা ও সাধারণ মানুষের মৌলিক অধিকারের কথা। এটি শুধু বিএনপির নয়—সব মানুষের, সব দলের কথা। তাই এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “দেশে একটি মহল ষড়যন্ত্র করছে। তারা চায় না নির্বাচন হোক। কিন্তু মানুষ আর নির্বাচন নিয়ে ছলচাতুরি মেনে নেবে না। মানুষ ভোট দিতে চায়। সাধারণ জনগণ ১৫ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা এখন অধীর আগ্রহে একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে।”

তিনি জানান, “লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুসের ফলপ্রসূ বৈঠকের পর জনগণের মধ্যে আশার আলো দেখা দিয়েছে। দেশের সব রাজনৈতিক দল আগামী ফেব্রুয়ারিতে একটি জাতীয় নির্বাচনের প্রত্যাশায় প্রস্তুত রয়েছে।”

আন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে মুহাম্মদ আফাজ উদ্দিন বলেন, “কালবিলম্ব না করে দ্রুত নির্বাচনকালীন সরকারের রোডম্যাপ ঘোষণা করুন। বিএনপি রাতের অন্ধকারে নয়—গণতান্ত্রিক উপায়ে, জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতায় যেতে চায়।”

তিনি আরও বলেন, “বিএনপি একটি সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক দল। গত ১৭ বছর ধরে আমরা রাজপথে আন্দোলন করছি। এই সময় হাজার হাজার নেতাকর্মীকে গুম-খুন, গ্রেফতার, মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে। তবুও আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি।”

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “উত্তরা-১৮ আসনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, তবে অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকব।”

উক্ত কর্মসূচিতে উত্তরা পশ্চিম থানা ও উত্তরখান থানা বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে কর্মীরা স্থানীয় দোকান, হাটবাজার ও পথচারীদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতির ভাইকে ঈদের দিনে কুপিয়ে জখম

পল্লবীতে মীম বাইক সার্ভিস সেন্টার উদ্বোধন

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আমিনুল হকের দোয়ানুষ্ঠান

ছাত্রলীগের সভাপতি মিঠু সহ ৭ নেতাদের বিরুদ্ধে চুরি ও ভাংচুরের মামলা

মাস্ক খুলে ফেলায় উড়ন্ত বিমান ফিরে গেলো!

পল্লবীতে উচ্ছেদের ২৪ ঘন্টার মধ্যেই ফের বসেছে চোরাই মোবাইল মার্কেটঃ প্রশ্ন বিদ্ধ পুলিশের অভিযান।

চকরিয়ায় মা-মেয়ের ঘটনায় আদালতের হুঁশিয়ারি

খুলনায় জিয়া ক্রিকেট টুর্নামেন্টের টি-টোয়েন্টি বিভাগীয় খেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমিনুল হক

সোনালী ব্যাংকে আইটি কর্মকর্তাদের বঞ্চিত করে ভারতীয় পণ্যের বাজার সৃষ্টি

নারী মাফিয়ায় দখলে পল্লবীর মিল্লাত ক্যাম্প ও বস্তি