ঢাকা, ১ জানুয়ারি ২০২৫:
দেশবাসী বিদায় দিয়েছে ২০২৪ সালকে। পুরাতন বছরের স্মৃতিকে সঙ্গী করে নতুন বছর ২০২৫-কে স্বাগত জানাচ্ছে সবাই। বাংলাদেশ একাত্তরের পক্ষ থেকে দেশবাসীর প্রতি জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা।
এক বার্তায় বাংলাদেশ একাত্তর উল্লেখ করেছে, “নতুন বছরে আমরা সবাই যেন একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করি। আমাদের লক্ষ্য হবে একটি ঘুষ ও সুদমুক্ত বাংলাদেশ গড়ে তোলা, যেখানে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।”
২০২৪ সাল ছিল নানা চ্যালেঞ্জ ও অর্জনের বছর। তবে নতুন বছর নিয়ে দেশবাসীর প্রত্যাশা আরও উজ্জ্বল। নাগরিক জীবনে সুখ-শান্তি ও উন্নতির প্রত্যাশা ব্যক্ত করেছেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নতুন বছর যেন একটি উন্নত, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের পথচলার অনুপ্রেরণা দেয়—এটাই সবার কামনা।
(বাংলাদেশ একাত্তর) রাজু আহমেদ।