গোপালগঞ্জের কাশিয়ানীতে পোনা বাসস্ট্যান্ড সংলগ্ন জাপানে মাছের ঘের এলাকায় ঘটনার সৃষ্টি, স্থানীয়রা হতাহতদের উদ্ধার কাজে এগিয়ে এসেছে।
গোপালগঞ্জ প্রতিনিধি: আজ ২৩ আগস্ট ২০২৫, সকাল ৭:৩০ এর দিকে সাতক্ষীরা থেকে ঢাকা যাওয়ার পথে একটি বাস কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডের অদূরে জাপানে মাছের ঘের নামক স্থানে দুর্ঘটনার শিকার হয়। এ ঘটনায় চার জন মারাত্মকভাবে আহত হয়েছেন, তাদের মধ্যে একজনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করতে এগিয়ে আসে এবং তাদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। আহতদের চিকিৎসায় কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।