বৃহস্পতিবার , ১ মে ২০২৫ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার নিষেধাজ্ঞার পুনরাবৃত্তি : এমএসএফ

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মে ১, ২০২৫ ১:২০ পূর্বাহ্ণ

বাংলাদেশ একাত্তর ডটকম ডেস্ক: প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫

দেশে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হুমকি ও হামলা প্রতিনিয়ত বেড়ে চলছে, যা সাংবাদিকতা এবং মত প্রকাশের সংবিধান প্রদত্ত অধিকারকে সংকুচিত করছে। এ বিষয়ে বুধবার (৩০ এপ্রিল) মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রকাশিত এক প্রতিবেদনে বিস্তারিত informazioni উল্লিখিত হয়েছে

এমএসএফ প্রতি মাসে বিভিন্ন পত্রিকার তথ্য বিশ্লেষণ করে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন তৈরি করে, যেখানে সাংবাদিকতার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি, নারী নির্যাতন ও ধর্ষণের মতো বিষয়সমূহের মূল্যায়ন করা হয়।

এমএসএফের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল প্রতিবেদনটি গণমাধ্যমে প্রচার করেছেন। প্রতিবেদনে বিগত দুই মাসের মানবাধিকার লঙ্ঘনের তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। এতে দেখা গেছে, মার্চ মাসে ১৮টি ঘটনায় সাংবাদিকদের উপর নির্যাতন, হামলা, আহত হওয়া, হুমকি এবং হয়রানির ঘটনা ঘটেছে ৩৪টি, যা এপ্রিলে ২৪টি ঘটনায় বেড়ে দাঁড়িয়েছে ৬৪-এ। মার্চ মাসে মামলা ও গ্রেপ্তারের ঘটনা ছিল ১টি, যা এপ্রিলে বেড়ে ৪টি হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের এপ্রিলে সাংবাদিকদের শারীরিক, মানসিক ও আইনি হয়রানি, আক্রমণ, হুমকি ও লাঞ্ছনার ঘটনা অস্বস্তিকর এবং এটি সৎ সাংবাদিকতার কণ্ঠরোধ করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাধার সৃষ্টি করছে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে গঠনমূলক মামলা করা স্বাধীন মত প্রকাশের জন্য হুমকি স্বরূপ।

এমএসএফের মতে, বর্তমান অন্তর্বর্তী সরকার সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে কথা বললেও, গত মাসের তুলনায় এ মাসে সাংবাদিকতার পরিস্থিতি আরো উদ্বেগজনক হয়ে উঠেছে।

এমএসএফ এর এই প্রতিবেদন প্রমাণ করে যে, সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় জনমানুষের ভূমিকা অপরিহার্য।

সর্বশেষ - জাতীয়