ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে অভিযানে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার, সিআর ওয়ারেন্টভুক্ত আসামিও আটক
বাংলাদেশ একাত্তর: সংবাদ
রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে বিশেষ অভিযানে ছিনতাই মামলার আসামি, সিআর ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে মোট ১১ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
অদ্য ইং ৩ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে পরিচালিত এই বিশেষ অভিযানে রূপনগর থানার মামলা নং-০১, তারিখ ২/১/২০২৫, ধারা-৩৯২ পেনাল কোড অনুযায়ী তদন্তে প্রাপ্ত ছিনতাই মামলার আসামি মোঃ রাব্বী হাসান (৪৫), মোঃ ফজলে রাব্বী (২৫) ও মোঃ জিহাদ (২৪)-কে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেফতার করা হয়। এ সময় ২ নম্বর আসামির হেফাজত থেকে ছিনতাইকৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অভিযানকালে সিআর (৩৮১/২৫) ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ রাসেলকেও গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
এছাড়াও থানা এলাকায় ভিন্ন ভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোঃ আকবর (২২), মোঃ শাকিল (২০), মোঃ রুবেল (৩২), মোঃ রুবেল মাতবর (২৮), মোঃ শান্ত (১৮), মোঃ সিয়াম (২১) ও মোঃ আব্দুল আজিজ রাহাদ (২০)-কে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মিরপুর বিভাগ, ডিএমপি, ঢাকা বরাবর প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রূপনগর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

















