ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে মধ্যরাতে অভিযান; গাঁজা পরিমাপক ডিজিটাল মেশিন জব্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ডিএমপি অধ্যাদেশে ১০ আসামি আদালতে সোপর্দ
ঢাকা: ১২ ডিসেম্বর ২০২৫
অদ্য ১২ ডিসেম্বর ২০২৫ তারিখ গভীর রাতে রূপনগর থানার অফিসার ইনচার্জ জনাব মনজুরুল হাসান মাসুদ এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীর হেফাজত থেকে ১ কেজি ৫০০ গ্রাম (দেড় কেজি) গাঁজা এবং একটি ডিজিটাল পরিমাপক মেশিন জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত পৌনে একটার দিকে দুয়ারীপাড়া বালুরমাঠ সাকিনস্থ ১নং রোডে অবস্থিত বরফ ফ্যাক্টরির সামনে কাজী শাহানুর কবিরের বাসায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দ তালিকা মূলে গাঁজা ও পরিমাপক যন্ত্র হেফাজতে নেওয়া হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো—
১। আব্দুর রাজ্জাক (৩৯)
২। মোঃ আলমগীর হোসেন (৪৫)
তাদের বিরুদ্ধে রূপনগর থানায় মামলা নং- ০৫, তারিখ-১২/১২/২০২৫, ধারা ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ অনুযায়ী মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে, ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে আরও ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো—
১। কাজী মোঃ সাইফুল ইসলাম কিরন (৪৫)
২। মোঃ আলী হোসাইন (৩১)
৩। সামিউল বাশার সাকিব (১৮)
৪। আব্দুল আল রাফি (২১)
৫। মোঃ শাওন (২৬)
৬। শফিকুল ইসলাম (২৮)
৭। সুমন (২৩)
৮। মোঃ জাকারিয়া হোসেন (৩০)
গ্রেফতারকৃত সকলকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিশেষ ম্যাজিস্ট্রেট আদালত, মিরপুরে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়দের মতে, পুলিশের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।


















