মিরপুর প্রতিনিধি: ৯ জুলাই ২০২৫
ঢাকা: রাজধানীর মিরপুরের কালশী রোডে জনসমক্ষে এক ভয়ংকর প্রতারকের মুখোশ খুলে যায়। বাসে উঠেই যাত্রীর গায়ে ইচ্ছাকৃতভাবে বমি করে, এরপর হইচইয়ের সুযোগে যাত্রীর ব্যাগ থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক। তবে এবার রক্ষা পায়নি—জনতার সহায়তায় হাতেনাতে ধরা পড়ে যায় সে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, ভদ্রবেশী এই প্রতারক সাধারণ যাত্রীর মতো বাসে উঠে আশেপাশে বসা ব্যক্তিদের গায়ে হঠাৎ বমি করে। এর ফলে যাত্রী বিব্রত হয়ে পড়লে বা ব্যাগ ফেলে সরে গেলে সেখান থেকেই টাকা, মোবাইল বা মূল্যবান জিনিসপত্র চুরি করে নেয় প্রতারক।
আজ (মঙ্গলবার) দুপুরে কালশী রোডে চলন্ত বাসেই এমন ঘটনা ঘটায় সে। সন্দেহ হলে বাসের অন্য যাত্রীরা তাকে আটকে রেখে তল্লাশি চালায়। তার কাছ থেকে ভুক্তভোগীর ৬০ হাজার টাকা উদ্ধার হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
দুঃখজনক হলেও সত্য, ভুক্তভোগী ব্যক্তি মামলা করতে অনিচ্ছুক, ফলে আইনি প্রক্রিয়ায় ওই প্রতারকের দ্রুত মুক্তির সম্ভাবনা রয়েছে। এমন হলে সে আবারও রাজধানীর যেকোনো গণপরিবহনে উঠে নতুন শিকার খুঁজে নিতে পারে।
পুলিশ ও নিরাপত্তা বিশ্লেষকদের পরামর্শ:
বাস বা গণপরিবহনে যদি কেউ গায়ে বমি করে, আগে নিজের টাকা, মোবাইল ও মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখুন
প্রতারকের বিরুদ্ধে মামলা করতে ভুক্তভোগীদের সচেতন ও সাহসী হতে হবে
এই ধরণের অপরাধকে খাটো করে দেখা যাবে না—এটি পরিকল্পিত এবং সংঘবদ্ধ প্রতারণা। বমি পার্টি’ এখন রাজধানীতে নতুন আতঙ্ক। নিজেরা সচেতন হোন, অন্যকেও সতর্ক করুন। প্রয়োজনে অভিযুক্তের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিন, যাতে কেউ তাকে পাশের আসনে বসালেও সতর্ক থাকে।