বৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মিরপুরে কিশোর গ্যাংয়ের দা-চুরি-ইটের হামলায় রক্তাক্ত ১৭ বছরের সিফাত

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
আগস্ট ৭, ২০২৫ ৩:২৩ পূর্বাহ্ণ

রাজনীতিকদের ছত্রছায়ায় বেপরোয়া কিশোর সন্ত্রাসীরা

রাজু আহমেদ | ৭ আগস্ট |২০২৫

রাজধানীর মিরপুরে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হলো ১৭ বছরের এক কিশোর। রাজনৈতিক ছত্রছায়ায় বেপরোয়া হয়ে ওঠা এসব কিশোর অপরাধীরা এখন প্রকাশ্য দিবালোকে মানুষ কুপিয়ে রক্তাক্ত করছে।

গতকাল (তারিখ) রাত ১০টা থেকে ১১টার মধ্যে পল্লবী থানাধীন চলন্তিকা মোড় এজেআর কুরিয়ার সার্ভিস সংলগ্ন চৌরাস্তার উপর সিফাত (১৭) নামের এক কিশোরের উপর বর্বর হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। দা-চুরি-ইট-রড দিয়ে আঘাত করে সিফাতকে গুরুতর জখম করা হয়। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

আহত সিফাতের পিতা রুমান জানান, তাদের স্থায়ী ঠিকানা মিরপুর ৬ সি-ব্লক হলেও বর্তমানে ট-ব্লক, সেকশন ৬-এ ভাড়া বাসায় বসবাস করছেন।

দা-চুরি-ইট দিয়ে নৃশংস আক্রমণ: সিসিটিভিতে ধরা পড়ল ৩০/৪০ জনের সশস্ত্র বাহিনী

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্তিকা মোড়ের এজে আর কুরিয়ার সার্ভিসের সামনে হঠাৎ করেই ৩০-৪০ জনের একটি সশস্ত্র কিশোর গ্যাং সিফাতকে ঘিরে ফেলে এবং বেধড়ক মারধর শুরু করে। একপর্যায়ে তারা দা, চুরি, রড ও ইট দিয়ে সিফাতের মাথায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

পালানোর সময় জনতার সহায়তায় দুই হামলাকারীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো মোঃ রিপন (২২), পিতা আঃ তালেব, বাসা ট-ব্লক, সেকশন ৬ এবং মোঃ ফয়সাল (২৫), পিতা মোঃ দেলোয়ার হোসেন, সাং মুসলিম ক্যাম্প, সেকশন ১১, পল্লবী।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, চলন্তিকা ও শিয়ালবাড়ীর মাঝের ঝিলপাড় বস্তি এলাকায় সক্রিয় কিশোর গ্যাংয়ের এই সন্ত্রাসীরা স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে উঠেছে। এদের নেতৃত্বে রয়েছেন ট-ব্লক বস্তি নিয়ন্ত্রণকারী একটি রাজনৈতিক দলের নেতা এবং আরেকজন প্রভাবশালী ছাত্রনেতা, যিনি আগে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন, বর্তমানে রঙ বদলে রুপনগর থানা ছাত্রদলের ব্যানারে অপরাধ সাম্রাজ্য চালাচ্ছেন।

এই গ্যাং দল বস্তি নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ভাড়ায় হামলার সাথে সরাসরি জড়িত। এলাকাবাসীর অভিযোগ, “ওরা এতটাই ভয়ংকর হয়ে উঠেছে যে, দিনের আলোতেও কুপিয়ে মানুষ হত্যা করতে দ্বিধা করছে না। রাজনৈতিক ছত্রছায়া থাকায় ওদের আইনের আওতায় আনা কঠিন হয়ে পড়েছে।”

পুলিশ বলছে অভিযান চলছে, স্থানীয়রা বলছেন- “এখনই কঠোর ব্যবস্থা না নিলে আর থামানো যাবে না”

পল্লবী থানার তদন্তকারী কর্মকর্তা বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযান শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে।”

তবে স্থানীয়দের বক্তব্য আরও কঠোর। তাদের দাবি, প্রতিদিনই এই কিশোর গ্যাংয়ের হাতে সাধারণ মানুষ হেনস্থার শিকার হচ্ছে। রাজনৈতিক নেতাদের আশ্রয়ে থেকে এরা পল্লবী থেকে রুপনগর পর্যন্ত পুরো বস্তি নিয়ন্ত্রণ করছে। তারা বলেন, “প্রশাসনের উচিত এখনই গ্যাং সংস্কৃতি নির্মূল করতে কঠোর পদক্ষেপ নেওয়া, না হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে।”

সিফাতের পরিবার বলছে- বারবার হুমকি দেওয়া হচ্ছিল, এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

আহত সিফাতের পরিবার জানিয়েছে, সিফাত এর আগেও একাধিকবার কিশোর গ্যাংয়ের হুমকির মুখে পড়েছিল। তবে প্রশাসনকে জানানোর পরও কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। এখন সে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। পরিবারের দাবি, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে পল্লবী, রুপনগর ও চলন্তিকা এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা বলে কিছু থাকবে না।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

মিরপুরে অবাঙালিদের বিক্ষোভ মিছিল

মুজিব শতবর্ষ উপলক্ষে ২৬০০ বাস্তহারা পরিবারের পুর্নবাসন প্রকল্পের দলিল হস্তান্তর

ধামরাই থানাধীন নকল শিশু খাদ্য জব্দ, ৬ লক্ষ টাকা অর্থদণ্ড করেছে র‌্যাব-৪

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে বিশাল শোডাউন

জামিনে থাকা অবস্থায় সম্পাদক প্রান্ত পারভেজ আটক: নিন্দা ও প্রতিবাদ মিরপুর প্রেসক্লাবের

হাসপাতালে মৃত মায়ের বুকে শিশু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

প্রতারক স্বামী, শিক্ষিকা স্ত্রী : মিরপুরে প্রতারণার ভয়ঙ্কর চক্রের হদিস

🔥 পল্লবীতে পরকীয়ার জের: খুন-খারাবি আর রক্তের গন্ধে জর্জরিত রাজধানী! 🔥

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ‘বরিশাল জেলা যুবদলের দুয়ার আয়োজন

২০২৫ সালের নতুন বছর উপলক্ষে শুভেচ্ছা বার্তা: বাংলাদেশ একাত্তর