মঙ্গলবার , ১৭ জুন ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কালশি গণহত্যার বিচারে মানববন্ধন কাল, উপস্থিত থাকবেন ফারজানা

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুন ১৭, ২০২৫ ১২:০৩ পূর্বাহ্ণ

রাজু আহমেদ | প্রকাশিত: ১৬ জুন ২০২৫

২০১৪ সালে মিরপুর কালশি কুর্মিটোলা বিহারী ক্যাম্পে সংঘটিত ভয়াবহ গণহত্যার বিচারের দাবিতে আগামীকাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় উর্দুভাষী যুব ছাত্র আন্দোলন ও এসপিজিআরসি কুর্মিটোলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-১৬ আসনের বিএনপি-মনোনীত (ধানের শীষ প্রতীক) প্রার্থী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

এই গণহত্যায় একই পরিবারের ৯ জন সদস্য আগুনে পুড়ে নিহত হন। পুলিশের গুলিতে নিহত হন আরও একজন। এ হত্যাকাণ্ডের বিচার চেয়ে আদালতে মামলা করেন ইয়াসিন, যিনি পরে যুবলীগ নেতার মালিকানাধীন একটি বাসচাপায় প্রাণ হারান। ওই পরিবারের একমাত্র জীবিত সদস্য কিশোরী ফারজানা—যিনি শরীরের নব্বই শতাংশ দগ্ধ হয়ে অলৌকিকভাবে বেঁচে যান—তিনি দীর্ঘদিন পর প্রথমবারের মতো এই ট্রমার স্থানে যোগ দিচ্ছেন।

প্রথমে অংশগ্রহণে অনিচ্ছা প্রকাশ করলেও জননেতা আমিনুল হক এবং বিহারী নেতা সাদাকাত খান ফাক্কুর অনুরোধে সাড়া দিয়ে ফারজানা কর্মসূচিতে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

২০১৪ সালের ১৩ জুন, পবিত্র শবে বরাতের রাতে রাজধানীর পল্লবীর কালশিতে নিউ কুর্মিটোলা বিহারী ক্যাম্পে চলছিল মহিমান্বিত রাতটি উদযাপনের আয়োজন। এ সময় আতশবাজি পোড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

উল্লেখ্য, কালশি ট্র্যাজেডির ১১ বছর পূর্ণ হলেও দায়ের হওয়া মামলাগুলোর আজও কোনো সুরাহা হয়নি। পুলিশ বাদী হয়ে যে কয়টি মামলা করেছে, তার প্রতিটিতেই আসামি করা হয়েছে ক্যাম্পের বাসিন্দাদের। তাদের অভিযোগ, মুখ বন্ধ করতেই বিহারীদের হয়রানিমূলকভাবে আসামি করা হয়েছে।

সমাবেশে ২০১৪ সালের ঘটনার সঙ্গে জড়িত সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা ও যুবলীগ নেতা জুয়েল রানার দৃষ্টান্তমূলক বিচারের দাবিও জানানো হবে।

সমাবেশের সময় ও স্থান:
তারিখ: ১৭ জুন ২০২৫, মঙ্গলবার
স্থান: মিরপুর কালশি কুর্মিটোলা বিহারী ক্যাম্প, ঢাকা
সময়: দুপুর ২টা ৩০ মিনিট।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত