নিজেস্ব প্রতিবেদকঃ আগুন আগুন আগুন জ্বলছে আর চিৎকার চেচামেচি শেষ হবে কবে এই আর্তনাদ। যার গায়ে আগুন লাগে সেই শুধু জানে বেঁচে থাকার কি কষ্ট। বনানীর পর গুলশান কাঁচা বাজার, তারপর ধানমন্ডি এখন আবার মগবাজার। আগুন যেনে ঢাকাকে বেছে নিয়েছে নিরাপদ জলার মত। জানা যায়, রাজধানীর মগবাজারের মধুবাগে পাঁচতলা একটি বাসার তৃতীয় তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। শনিবার রাত ৮টার পর মধুবাগের আমতলা এলাকার ২৭৭/এ নম্বর বাসায় আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়।
জানা যায়,আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ছুটে যায়।কিন্তু ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা পৌঁছানোর আগেই বাড়ির মানুষজন আগুন নিভিয়ে ফেলে।তবে ধারনা করা হয় এ আগুন শর্ট সার্কিট থেকেই হতে পারে।
এর আগে রাত ৮টা ২৪ মিনিটে ধানমন্ডির ১১/এ নম্বর সড়কের ৭৭ নম্বর বাসায় আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা যাওয়ার আগেই বাড়ির লোকজন আগুন নিভিয়ে ফেলে।