রবিবার , ৭ জুলাই ২০১৯ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ব্যর্থতার সব দায় আমার : দেশে ফিরে মাশরাফি

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুলাই ৭, ২০১৯ ১০:০০ অপরাহ্ণ
ব্যর্থতার সব দায় আমার : দেশে ফিরে মাশরাফি

অনলাইন ডেস্কঃ
বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে মন খারাপ করেই দলবল নিয়ে দেশের মাটিতে পা রেখেছেন মাশরাফি বিন মুর্তজা। গোটা টুর্নামেন্টে বাংলাদেশ তিন ম্যাচ জিতলেও পাকিস্তানের কাছে লজ্জাজনক হারে ক্ষুব্ধ গোটা দেশ। বিশ্বকাপ শেষ করতে হয়েছে ৮ম স্থানে থেকে। এটাও লজ্জার। আজ রবিবার সন্ধ্যায় বিমানবন্দরে নেমে বিশ্বকাপে ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

টাইগার অধিনায়ক স্বীকার করেছেন, টুর্নামেন্টে দল প্রত্যাশ পুরণ করতে ব্যর্থ হয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, ‘অধিনায়ক হিসেবে ব্যর্থতার সব দায় আমার। আমার জায়গায় অন্য কেউ হলেও এমনটিই করত। গোটা বিশ্বেই আমার পারফর্মেন্স নিয়ে আলোচনা হচ্ছে। এটি হতেই পারে। তবে সামগ্রিক বিচারে অনেক ক্ষেত্রেই আমরা অপেক্ষাকৃত ভালো পারফর্মেন্স করেছি। আমি অবশ্যই পুরো দায়ভার নিচ্ছি। এটাও বলব, সমালোচনা হয়েছে, হবেই। বিশেষ করে কোনো টুর্নামেন্ট শেষে এটা হবেই। আর বিশ্বকাপের পর হওয়াটাই স্বাভাবিক।’

তিনি আরও বলেন, ‘যে প্রত্যাশা আমাদের ছিল সেটি হয়নি। এ জন্য আমি হতাশ। বিশ্বকাপে আমি নিজের প্রত্যাশাও পূরণ করতে পারিনি। আমরা সেমিফাইনালে যেতে পারিনি। সামিগ্রকভাবে আমাদের খেলার ধরন দেখলে বুঝা যায় যে আমরা ইতিবাচক পথেই হাঁটছি। তবে দলের যে উচ্ছাসা ছিল সেটি পূরণ করতে পারিনি। তবে এটাও বলব, কিছু জিনিস আমাদের পক্ষে থাকলে আমাদের দল আজ অন্য জায়গায় থাকতেও পারত।’

উদাহরণ দিয়েই মাশরাফি বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচে আমাদের সুযোগ ছিল। যে ম্যাচটি দিয়ে হয়তো আমরা সেমি-ফাইনালে পৌঁছাতে পারতাম। কিন্তু সাকিব ছাড়া বাকি সবার ব্যাটিং ও বোলিংয়ের ধারাবাহিকতায় ঘাটতি ছিল। কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যেরও সহায়াতর প্রয়োজন হয়। যেটি পাওয়া যায়নি। বৃষ্টির কারণে আমরা এক সপ্তাহ খেলতে পারিনি। যার সুযোগ নিয়েছে প্রতিপক্ষ।’

বাংলাদেশ অধিনায়কের মতে পাকিস্তানের কাছে হারটি দলকে অনেক নিচে নামিয়ে দিয়েছে। তিনি বলেন, ‘আমি নিশ্চিত, সবার ধারণা ছিল আমরা চতুর্থ স্থানে থাকতে পারব। পাকিস্তানের বিপক্ষে জয় পেলে অন্তত তালিকার পঞ্চম স্থানে জায়গা হতো। কিন্তু এখন গোটা বিশ্বকাপই অর্থহীন হয়ে গেছে।’

চলতি মাসের শেষভাগে শ্রীলংকা সিরিজের আগে কিছুদিন বিশ্রামে কাটাবে জাতীয় দলের সদস্যরা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকায় নিয়োগ পেলেন আজিজুল ইসলাম

বাঙলা ক‌লেজে ছাত্রলীগের হামলার শিকার সাংবাদিক জাফরসহ দুজন

৫ আসনে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের জায়গা হবে না: নবীউল্লাহ নবী

bti-ডেভেলপার কোম্পানি’ সড়ক দখল করে নির্মাণ সামগ্রীর স্থান তৈরি

স্বৈরাচারের পতন হলেও দেশে নব্য শত্রু জন্ম নিয়েছে : এ্যাড রুনা লায়লা

১০০ আসনে নারী প্রার্থী চায় এনসিপি,সংরক্ষিত আসনকে বলছে ‘অমর্যাদাকর’

নির্বাচিত সরকার ছাড়া স্থিতিশীলতা অসম্ভব:আমিনুল হক

শুধুমাত্র দলীয় পদ ঠেকাতে অভিনব অবস্থান কর্মসূচি

ডেমরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দেশজুড়ে সজাগ ছাত্র-জনতা: নিরাপত্তায় পাশে সাধারণ মানুষ